ভাতার - মঙ্গলকোটে করোনা পজিটিভ

আমিরুল ইসলাম
  
খন্ডঘোষ  - সদর বর্ধমান - মেমারি - কেতুগ্রাম - আউশগ্রামের পর একই সাথে মঙ্গলকোট এবং ভাতার ব্লকের দুজন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ মিললো।স্থানীয় সূত্রে  প্রকাশ মঙ্গলকোটের ওই পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে রাজমিস্ত্রীর   কাজে গিয়েছিল। গত ১৫ ই মে চেন্নাই থেকে ট্রেনে পুরুলিয়ায় আসে। এরপর বাসে পুরুলিয়া থেকে বর্ধমান শহরে আসে ওই দুজন শ্রমিক। বর্ধমান শহরে দুদিন আগে লালারস পরীক্ষা হয়। সেইসাথে রিপোর্ট না দেখেই চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়৷         গতকাল  অর্থাৎ সোমবার সন্ধায় রিপোর্ট  আসে করোনা  পজেটিভ এর। মঙ্গলকোটের নুতনহাট  এলাকাকে সিল করে দেওয়া হয়েছে ।এইমুহূর্তে মঙ্গলকোটের নতুনহাট থমথমে ।মঙ্গলকোটে আক্রান্ত শ্রমিকের পরিবারের   
মোট ১৮  জনকে বর্ধমান করোনা হাসপাতালে   নিয়ে যাওয়া হয়েছে। তবে আক্রান্ত কে দুর্গাপুর করোনা হাসপাতালে নিয়ে যেতে মঙ্গলকোট ব্লক প্রশাসনের ব্যাপক গড়িমসি দেখা যায়।    অন্যদিকে  করোনার পজিটিভ রিপোর্ট এলো ভাতারের বড়পোষলা গ্রামে। হরিয়ানায় স্টিল পালিশ এর কাজ করত ওই শ্রমিক । হরিয়ানা থেকে দিল্লি, দিল্লি থেকে ফিরে পশ্চিমবাংলায়। গত ৫ দিন আগে বাড়িতে এসেছে, হোম করেন্টাইনের মধ্যে ছিল সে। ভাতারে আক্রান্ত এই পরিযায়ী শ্রমিক কে দুর্গাপুর করোনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আক্রান্তর পরিবারদের নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান সদর করোনা হাসপাতালে।             

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু