মারিশদা ব্লকে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ

জুলফিকার আলি
  
মারিশদা ব্লকে কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের কর্মসূচি তে নেতৃত্ব দেন হিমাংশু পণ্ডা, কালীপদ শীট, প্রতাপ দাস,খাজা অাবুল হোসেন, দেব কুমার ভূঞা,অশোক পণ্ডা,সুকুমার ভূঞা, প্রভাংশু মন্ডল প্রমুখ নেতৃবৃন্দ। দেশপ্রাণ ব্লকের ডিওয়াইএফ অাই কমিটির উদ্যোগে অবস্থান কর্মসূচি তে নেতৃত্ব দেন তাপস মিশ্র, রাজকুমার চক্রবর্তী,দিলীপ চন্দ,সৌমেন পাল,অমল ভূঞা, সেক সফিউল অালি প্রমুখ নেতৃবৃন্দ। ক্ষেতমজুর ইউনিয়নের নেতা মামুদ হোসেন বলেন কেন্দ্র ও রাজ্য সরকার করোনা নিয়ে দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে। পরিযায়ী শ্রমিকদের বিনা ব্যয়ে টালবাহানা, অর্থনৈতিক প্যাকেজের কোন দেখা,নিবিড় করোনা টেস্টিং -এর নামগন্ধও নেই। দিশেহারা উভয় সরকার হাত তুলে নিতে চাইছে। এসবের বিরুদ্ধে সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে গণঅান্দোলন ই একমাত্র পথ বলে উল্লেখ করেন মামুদ হোসেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু