ঘূর্নিঝড় আমফানে প্রস্তুত উত্তর ২৪ পরগণা

ওয়াসিম বারি
   
ঘূর্ণিঝড় আমফানের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই সম্ভাব্য সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলের মধ্যেই বসিরহাটের উপকূলবর্তী ও নদীতটবর্তী এলাকা থেকে প্রায় ৬০,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। স্থানান্তরের কাজ এখন ও চলছে। সন্ধ্যার মধ্যেই সর্বসাকুল্যে প্রায় ৭০,০০০ মানুষকে স্থানান্তর করার কাজ সম্পূর্ণ হবে। এর জন্য প্রায় ৪৯৫ টি ক্যাম্প ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। আশ্রয় শিবিরগুলিতে খাবার ও জল, শিশুখাদ্য, জলের পাউচ, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। মাননীয়া জেলাশাসক ইতিমধ্যেই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের নিয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে বৈঠক করেছেন। স্বাস্থ্য দপ্তর সহ সংশ্লিষ্ট  সব দপ্তরকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখার সঙ্গে সঙ্গে কোভিড সংক্রান্ত অন্যান্য নিয়ম ও মেনে চলা হচ্ছে। মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তরের কাজে নিযুক্ত ব্যক্তিদের দেওয়া হয়েছে পিপিই।ইতিমধ্যেই ৩ কোম্পানি NDRF, ১ কোম্পানি SDRF  ও ২ কোম্পানি DMG মোতায়েন করা হয়েছে। জানা গেছে, এলাকায় হাজির থেকে পরিস্থিতি পর্যালোচনার জন্য মাননীয়া জেলাশাসক আগামীকাল (বুধবার), বসিরহাটেই উপস্থিত থাকবেন। মাননীয় খাদ্যমন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও আগামীকাল  বসিরহাটেই থাকার সম্ভাবনা রয়েছে। জেলার অন্যান্য এলাকা থেকেও, মাটির বাড়ি এবং তুলনামূলকভাবে দুর্বল ভবনে বসবাসকারী মানুষকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশাসনের অন্যান্য আধিকারিকদের ও কাল জেলার বিভিন্ন ব্লকে পাঠানো হচ্ছে। তাঁরা সেখানে থেকেই পরিস্থিতি পর্যালোচনা করবেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু