পরিযায়ী শ্রমিকদের নিয়ে তটস্থ নদীয়া

শ্যামল রায়

 
ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের করোনাভাইরাস এর পজেটিভ ধরা পরল নদীয়া জেলার ভীমপুর থানা এলাকার ভাঙ্গানা গ্রামে। ওই যুবককে আইসোলেশন এ পাঠানো হয়েছে। এলাকা সিল করে দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে যে ওই পরিযায়ী শ্রমিক ছত্রিশগড় থেকে বাড়ি ফিরে আসার পরেই স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে কোন ভাইরাসের পজেটিভ। বাড়িতে আসার পর অনেকের সাথে মেলামেশা করেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তাই নদীয়া জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ওই যুবকের সংস্পর্শে থাকা মোট ১২ জনকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন যারা আটকে ছিলেন তাদেরকে বাড়ী ফেরার ব্যবস্থা করা হয়েছে, যারা বাড়িতে আসছেন তাদের বাড়িতে থাকার ব্যবস্থা না করে হোম করেন টাইনে পাঠাতে হবে এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে করনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা চিহ্নিতকরণ করতে হবে। না হলে গ্রামের প্রত্যেকের মধ্যে যদি কোন ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লে যেমন বিপদ তেমনি এই রোগটি ছড়িয়ে পড়ে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই যে যেখানেই থাকুন না কেন পরিচয় শ্রমিকদের খবর পেলে অবশ্যই পুলিশ ও প্রশাসনকে খবর দিন এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে কোয়ারেন্টাইন এ পাঠানোর ব্যবস্থা করতে হবে। অনেকেই আছেন বাড়িতে থাকার পর বিকেলে ঘুরতে বেরিয় কোন নদীর ধারে বা কোন মানুষের সাথে যদি সত্যি কারের কারো এই রোগ হয় তাহলে এলাকা শুধু মানুষ বিপদে পড়ে যাবেন এদিকে সতর্ক থাকতে হবে নজর দিতে হবে যারা পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছেন তাদেরকে দ্রুত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে অনলাইনে থাকার ব্যবস্থা করুন প্রয়োজনে বাড়ি থেকে খাবারের ব্যবস্থা করতে হবে সকলের মধ‍্যে এই রোগ ছড়িয়ে না পড়ে।পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন যে পরিচয় শ্রমিকরা যেভাবে বাড়ি ফিরছেন সকলেই সতর্ক থাকুন এবং স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এবং ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন এ থাকতে হবে কারণ নদীয়া জেলা তে ইতিমধ্যে একাধিক কাভারেজে পজেটিভ মিলছে তাই সকলকে সতর্ক থাকতে হবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু