মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্রাফিক বিপত্তি এড়াতে সক্রিয় কৈচর পুলিশ

মোল্লা জসিমউদ্দিন
  
রাজ্যের ব্যস্ততম সড়ক রুট হিসাবে পড়ে থাকে বর্ধমান কাটোয়া সড়কপথ। এই পথের মধ্যে পড়ে সদর বর্ধমান, ভাতার, বলগনা, কৈচর, নিগন, শ্রীখণ্ড, কাটোয়া সদরের মত এলাকাগুলি। স্বাভাবিকভাবে এই পথে ছুটে শয়ে শয়ে গাড়ি, তার উপর গত ২২ জানুয়ারি থেকে মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন লোচনদাস সেতুর মেরামতি শুরু হওয়ায় এই সড়কপথে গাড়ীর চাপ বেড়েছে বহুগুণ। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ গাড়ি ঘুরপথে যাচ্ছে বর্ধমান - কাটোয়া সড়করুটে। তাই এই রুটে ট্রাফিক সমস্যা দেখা যায় বেশি। মঙ্গলকোটের নিগন - কৈচর সড়কপথে বেশিরভাগ জায়গা জুড়ে থাকত টোটো গাড়ি। ঠিক এইরকম পরিস্থিতিতে, একাধারে লোচনদাস সেতু সংস্কারে গাড়ী গুলি এই রুটে চলাচল করা, অপরদিকে টোটোর দৌরাত্ম। এই দুইএর মাঝে চলে আসে মাধ্যমিক পরীক্ষা। তাই দ্রুত ট্রাফিক সমস্যা মেটাতে কৈচর পুলিশ ফাঁড়ি স্থানীয় শাসকদলের নেতৃত্বের পাশাপাশি টোটা ইউনিয়নের নেতাদের নিয়ে বৈঠক করে। সেখানে টোটা চালকদের মূল সড়কের সাথে লিংক রোড গুলিতে থাকবার কথা বলা হয়। এর পাশাপাশি  নিগন, কৈচর, বাজার বনকাপাসি সড়কমোড় গুলিতে তিনটি সময়কালে চারজন করে পুলিশ কর্মী দেওয়া হয় ট্রাফিক নিয়ন্ত্রণে। কৈচর আইসি সুজিত ভট্টাচার্য জানান - " মাধ্যমিক পরীক্ষার্থী সহ সাধারণ যাত্রীদের কোন অসুবিধা না হয়, সেজন্য কড়া নজরদারিতে ট্রাফিক দেখা হচ্ছে "।                                                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু