মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুলছে মঙ্গলকোটের লোচনদাস সেতু





মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুলছে লোচনদাস সেতু
মোল্লা জসিমউদ্দিন  
 মঙ্গলবার দুপুর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা। যাতে পূর্ব বর্ধমান এবং বীরভূমের সীমান্তবর্তী মঙ্গলকোট ও নানুর থানা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে কোন অসুবিধা না হয়, সেজন্য সাময়িকভাবে খুলে দেওয়া হচ্ছে অজয় নদের উপর লোচনদাস সেতুর একাংশ। কেননা এই সেতু মেরামতির কাজ এখনও শেষ হয়নি। গত ২২ জানুয়ারি ৮৫ লক্ষ টাকা আর্থিক অনুদানে লোচনদাস সেতুর পিলার সহ পিচের সংস্কারের কাজ শুরু হয়েছে। ঘোষিত দিনক্ষণ হিসাবে আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা বলা হলেও সংস্কারের সময়সীমা আরও বাড়বে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও অজয় নদের লোচনদাস সেতু সংস্কারের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সঞ্জীব বাবু জানিয়েছেন - "আগামী ২১ শে ফেব্রুয়ারির মধ্যে আমরা যান চলাচলে পুরোপুরি উপযোগী করে তুলবো "। মঙ্গলকোট ওসি মিথুন ঘোষ জানান - " মঙ্গলবার সকাল থেকেই পুলিশ বাহিনী থাকবে মাধ্যমিক পরীক্ষার্থীদের গাড়ী এপার ওপার যাওয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের  জন্য " ।  কেউ কেউ আশংকা করছেন - 'লোচনদাস সেতুতে চারচাকা ছোট গাড়ি যাতায়াত শুরু হলে,  অন্য ছোট চারচাকা গাড়ীগুলি সেতুর উপর দিয়ে যাতায়াতে চেস্টা করবে, তাতে বচসা - গন্ডগোল হওয়ার বিপুল সম্ভাবনা আছে '। এই বিষয়টি অনুধাবন করেই মঙ্গলকোট থানার পুলিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন গন্ডগোলের মধ্যে পড়তে না হয়, সেজন্য দশের কাছাকাছি পুলিশকর্মী রাখছে বলে জানা গেছে  ।   উল্লেখ্য, কুড়ি বছর আগে মঙ্গলকোটের নুতনহাট সংলগ্ন অজয় নদের উপর লোচনদাস সেতু নির্মাণ হয়। পূর্ব বর্ধমান এবং বীরভূমের সংযোগকারী সেতু হিসাবে রয়েছে। সেইসাথে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের শর্টকাট সড়করুট হিসাবে প্রতিদিন এখানে হাজারের বেশি যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে সেতুর নিচে অজয় নদের চরে যততত্র বালিঘাট চালু থাকায় সেতুর পিলার গুলি দুর্বল হয়ে উঠে। এরেই পাশাপাশি সেতুর পিচ গুলি উঠে গিয়ে খানাখন্দে ভরে যায়। প্রতিনিয়তই ঘটতো পথ দুর্ঘটনা। প্রাণহানির সংখ্যাটি ক্রমশ বাড়ছিল। একাধারে সেতুর পিলার সংলগ্ন বেআইনী  বালিঘাট, অপরদিকে বীরভূমের পাঁচামী থেকে আগত অত্যাধিক পাথর বোঝাই গাড়ি এই সেতুকে দিনের পর দিন বিপদজনক করে তুলছিল। এমতাবস্থায়, রাজ্য সরকারের তরফে ৮৫ লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়া হয় লোচনদাস সেতুর সংস্কারের জন্য। গত ২২ জানুয়ারি থেকে এই সেতুর উপর যানচলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়। এই রুটের গাড়িগুলি একাধারে আউশগ্রাম হয়ে বোলপুরগামী হয়। অপরদিকে  অন্য গাড়িগুলি যাজীগ্রাম হয়ে ফুটিসাকো গামী হয়। ঠিক এইরকম পরিস্থিতিতে আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর থেকে শুরু হচ্ছে রাজ্যব্যাপী মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা ভেবে সাময়িকভাবে খুলে দেওয়া হচ্ছে অজয় নদের উপর লোচনদাস সেতুর একাংশ। যাতে অন্য সাধারণ গাড়ি গুলি যাতায়াতে গন্ডগোল না করে সেজন্য মঙ্গলকোট থানার পুলিশ টহলদারি চালাবে সেতুতে।                                                                                                                                                                                   

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু