এবারে কুমুদ সাহিত্য মেলায় কি কি হচ্ছে?

আর হাতে মাত্র ২ দিন। এরপরই মঙ্গলবার সারাদিন ব্যাপি চলবে 'কুমুদ সাহিত্য মেলা'। এবারে মেলায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বেশকিছু সংগঠন। প্রথমত 'মনন' সংগঠন টি ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি ও অন্নভোগের আয়োজন করেছে। 'সুসম্পক' সংগঠন টি ১০০ জন প্রাথমিক পড়ুয়াদের শিক্ষাসামগ্রী দেবে। 'চারুচন্দ্র আর্ট সেন্টার ' সংস্থা টি আমাদের ফ্লেক্স থেকে প্রীতিপত্র প্রায় কাজের ডিজাইন বানিয়েছে। 'ডঃ আর এন ঘোষ মেমোরিয়াল সোসাইটি ' ২ জন কৃতি পড়ুয়াদের আর্থিক সহযোগিতা করছে। 'উদার আকাশ' লিটিল ম্যাগাজিনের তরফে ৩ জন সাংবাদিকদের সংবর্ধনা দেবে। 

কুমুদ সাহিত্য মেলা কমিটির আর্থিক দুরবস্থার কথা জেনে স্বয়ং পরিবহন মন্ত্রী মেলা কমিটি কে 'সেফ ড্রাইভ' কর্মসূচি পালনে প্রচারের দায়িত্ব দিয়েছেন। এতে আমরা চিরকৃতজ্ঞ। এর পাশাপাশি জেলা পুলিশ স্বতন্ত্র ভাবে সেফ ড্রাইভ কর্মসূচি পালনে ভূমিকা নেবে বলে অবগত করেছে। 

আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে মঙ্গলবার সকাল ৯ টা থেকে। ২৬ জন সর্বমোট সংবর্ধনা পাচ্ছেন। পল্লিকবি কুমুদরঞ্জন  মল্লিক কে নিয়ে স্মরণিকা প্রকাশ হচ্ছে। বেশকিছু বই - পত্রিকা প্রকাশ হবে। লোকসংগীত শিল্পী রফিকুল ইসলাম খান এর সেফ ড্রাইভ নিয়ে গান সহ কুমুদ সাহিত্য মেলা নিয়ে গান পরিবেশন থাকছে। বঙ্গ সাহিত্যে একঝাঁক  সাহিত্যিকদের সেদিনের উপস্থিতি আমাদের প্রাণবন্ত করবে বলে আমরা আশা রাখি। 

যাঁরা অন্তরালে থেকে সাধ্যমতো পাশে দাঁড়িয়েছেন তাঁদের কেও ধন্যবাদ 

🙏  মোল্লা  জসিমউদ্দিন 
সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু