বিধান শিশু উদ্যানে মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো

গোপাল দেবনাথ 
       

কলকাতার হাডকো মোড় সংলগ্ন    বিধান শিশু উদ‍্যানে ৪৪ তম মুক্তাঙ্গন প্রতিযোগিতা হলো।রবিবার  সারাদিন ব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান টি।  তিন থেকে ষোল  বছর বয়সী ছেলেমেয়েদের নৃত্য,অঙ্কন,রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি,লোকগীতি এবং ভজনের প্রতিযোগিতার আসর বসে । বয়সভিত্তিক চারটি বিভাগে দুহাজারের মতো প্রতিযোগী অংশগ্রহণ করে রাজ‍্যের বিভিন্ন প্রান্ত থেকে। রবিবার সন্ধেবেলায়  সমস্থ বিভাগের ফল ঘোষণা করে প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক সাংবাদিক একরাম আলি এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক সুনির্মল চক্রবর্তী মহাশয় ।বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধান চন্দ্র রায়ের স্মরণে সর্বভারতীয় কংগ্রেস নেতা অতুল্য ঘোষ ছোটদের শারীরিক ও মানসিক বিকাশে প্রায় পঞ্চাশ বিঘে আয়তনে বিধান শিশু উদ্যান গড়ে গেছেন উল্টোডাঙ্গা সংলগ্ন হাডকো মোড় এলাকায়।  যোগ ব্যায়াম, তাইকুন্ডু, স্কেটিং প্রভৃতি যেমন রয়েছে। ঠিক তেমনি অঙ্কন,আবৃত্তি,গান শেখার ব্যবস্থা আছে এই সংস্থায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রাক প্রস্তুতির জন্য কোচিং এর খ্যাতি গোটা বাংলা জুড়ে। রবিবার সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজার হাজার প্রতিযোগী যোগদান করে বলে জানান বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়।                                                   

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু