ব্যবসায়ীর মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট তলব হাইকোর্টের

মোল্লা জসিমউদ্দিন
  

মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিঁথির এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে সিবিআই তদন্ত চেয়ে এক মামলা দাখিল হয়। তাতে শুনানিতে উভয় পক্ষের আইনজীবীদের সওয়াল-জবাব শুনে ডিভিশন বেঞ্চ নিহত ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুলিশ এই ঘটনার প্রথম পর্ব থেকে কি কি ব্যবস্থাগ্রহণ করেছে তার সবিস্তর রিপোর্ট চেয়েছে আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে  । ইতিমধ্যেই এই ঘটনার পরিপেক্ষিতে কলকাতা পুলিশ অভিযুক্ত তিন পুলিশ অফিসারদের ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষে সিঁথি থানায় ৩৪ আইপিসিতে ১৬৬, ১৬৬ এ, ৩৩০,৩৪২,৩৪৮ এবং ৩০৪ ধারায় মামলা দাখিল করেছে।উল্লেখ্য, গত সোমবার দুপুরে এক কাগজকুড়ানির চোরাই লোহা সামগ্রী বিক্রির তদন্তে স্থানীয় লোহা ব্যবসায়ী রাজকুমার সাউ (৫৪) কে তলব করে সিঁথি থানার পুলিশ। তাতে পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু ঘটে এই ব্যবসায়ীর। পুলিশের তরফে মৃত্যুর জন্য রোগ কে দায়ী করা হয়। তবে নিহতের পরিবারের দাবি - থানায় পুলিশি জিজ্ঞাসাবাদে মারধর করার জন্য মৃত্যু ঘটেছে। মঙ্গলবার সকালে আরজিকর হাসপাতালে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত হয় এবং নিহতের ছোট ছেলের বয়ান রেকর্ড হয় শিয়ালদহ আদালতে। পুরো ঘটনাটি পুলিশের তরফে ভিডিওগ্রাফি করা হয় বলে জানা গেছে। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় একজন সার্জেন্ট সহ দুজন সাব ইনস্পেকটরের নাম জড়ায়। সোমবার রাতে সিঁথি থানায় ব্যবসায়ীর মৃত্যুতে তৃণমূল বনাম বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ দেখা যায়। এমনকি নিহত ব্যবসায়ী কে দলীয় সমর্থক দাবি করে মঙ্গলবার দুপুরে কলকাতার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায় গেরুয়া শিবির। ইতিমধ্যেই কলকাতা পুলিশ ঘটনার গুরত্ব বুঝে অভিযুক্ত তিনজন পুলিশ অফিসার দের ক্লোজ করে বিভাগীয় তদন্ত শুরু করে থাকে। অপরদিকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এক জনস্বার্থ মামলায় নিহত ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট সহ পুর্নাঙ্গ রিপোর্ট তলব করা হয়ে।                                                                                                                                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু