রাস্তায় চপ ভেজে বেকারত্বের প্রতিবাদ জানালো বর্ধমান কংগ্রেস

সানি প্রসাদ
 
বেকার সমস্যা নিয়ে রাজ্য ও  কেন্দ্র  উভয় সরকারের উদাসীনতার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ বর্ধমানের কার্জন গেটের কাছে।ব্যস্ত রাজপথের উপরে চপ ভেজে প্রতিবাদ জানানোর  কর্মসূচি পালন করলো জেলা যুব কংগ্রেস। জেলা যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আন্দোলন হয় এদিন। পথচলতি মানুষের সামনে চপ ভাজা হয়। সেই চপ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় । এই অভিনব প্রতিবাদের কারণ হিসেবে জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে; কি কেন্দ্র- কি রাজ্য বেকার সমস্যা নিয়ে  উদাসীন। সংসদে যখন বেকারদের দুর্দশার কথা তুলে ধরা হচ্ছে তখন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা সমস্যার ভয়াবহতা অস্বীকার করছেন। রাজ্যে একইভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্য মন্ত্রীরা বেকারদের সমস্যা কে পাত্তা দিচ্ছেন না। সমস্যা এতটাই ভয়াবহ যে স্নাতকোত্তর যুবকরা ডোমের চাকরির জন্য আবেদন করছেন। অন্যদিকে; চাকরি চাইতে গেলে মোদীজি পকোড়া ভাজতে বলছেন। আর দিদি বলছেন চপ ভাজতে। বেকারদের সমস্যার দিকে কেউ ফিরে তাকাচ্ছেন না। সে কারণেই যুব কংগ্রেস এই প্রতিবাদের আয়োজন করে এবং এর মধ্য দিয়ে সাধারণ মানুষকে প্রতিবাদে শামিল করতে চান তাঁরা। একইসঙ্গে এদিন একটি মিসকল নাম্বার দেওয়া হয় যেখানে ফোন করে বেকার হিসেবে নিজেকে নথিভূক্ত করার কথা বলা হয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু