বেলেঘাটা কান্ডে ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যাবে নিহত শিশুর আসল বাবা?

মোল্লা জসিমউদ্দিন
  

সোমবার দুপুরে কলকাতার শিয়ালদহ আদালতে কলকাতা পুলিশের তরফে বেলেঘাটা কান্ডে ডিএনএ পরীক্ষার আবেদন জানানো হয়।মামলার তদন্তকারী পুলিশ অফিসারের এই আবেদন গ্রহণ করেছে শিয়ালদহ আদালত। মৃত শিশুর সঠিক পরিচয় জানতে বাবা ও মায়ের উভয়রেই ডিএনএ পরীক্ষা করা হবে। ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই এনআরএস হাসপাতালের সাথে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে মৃত শিশুর মা পুলিশি হেফাজতে রয়েছে। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি বেলেঘাটা থানা এলাকায় এক ম্যানহোল থেকে দুমাসের সদ্যোজাত শিশুর  মৃতদেহ উদ্ধার করা হয়। পরে জানা যায় সন্ধ্যা জৈনের সন্তান এটি। পুলিশি তদন্তে মৃতের মা মানসিক অশান্তির জন্য নিজের সন্তান কে খুন করেছে বলে দাবি করে। যদিও প্রাথমিক তদন্তে সন্তান খুনে অপহরণ ত্বত্ত্ব দেখিয়েছিল অভিযুক্তা। পুলিশ জানতে পারে, বিবাহের পূর্বে সন্ধ্যা জৈন হরিয়ানার এক যুবকের সাথে টানা দশ বছর প্রেম চালিয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক চ্যাটিংতে তার প্রমাণ রয়েছে বলে পুলিশের দাবি৷ ঠিক এইরকম পরিস্থিতিতে কলকাতা পুলিশ মৃত শিশু টি অবৈধ সম্পর্কের পরিণতি কিনা তা জানতে ডিএনএ পরীক্ষার আবেদন রাখে শিয়ালদহ আদালতে। সোমবার দুপুরে কলকাতা পুলিশের এই আবেদন গ্রহণ করে শিয়ালদহ আদালত। মৃতের মা সন্ধ্যা জৈন এবং বাবা সুদর্শন জৈনের রক্তের নমুনা নিয়ে ডিএনএ পরীক্ষা হবে এনআরএস   হাসপাতালে। ইতিমধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ এর সাথে ডিএনএ পরীক্ষা নিয়ে প্রাথমিক কথাবার্তা সেরে ফেলেছে কলকাতা পুলিশ।                                                                                                              

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু