সিঙ্গুরে মহামিছিল দেখে সিপিএম কে হাঙ্গরের দল বললেন তৃনমূল নেত্রী

মোল্লা জসিমউদ্দিন ,




শুক্রবার দুপুরে পূর্ব বর্ধমানের কালনার অঘোরনাথ স্টেডিয়ামে জনসভা সারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একাধারে রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় সরকার কে তুলোধুনো করেন তিনি।বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি হিসাবে উঠে এসেছে বীরভূমের পাঁচামী এলাকা। এই এলাকায় রাজ্য সরকার ১২ হাজার কোটি টাকার প্রকল্প নিতে চাইছে। তবে কেন্দ্রীয় ছাড়পত্র মিলছেনা। এদিন কালনার জনসভায় মুখ্যমন্ত্রী অভিযোগ তুলে বলেন - কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে  ছাড়পত্র দিচ্ছেনা। তাই কয়েক লক্ষ যুবকের কর্মসংস্থান ঘটছেনা। তবে এক আইএএস অফিসার নাম গোপন রাখার শর্তে জানান - মাটির নিচে অর্থাৎ ভূগর্ভস্থ খনিজ সম্পদ তোলার ক্ষেত্রে অধিকারবলে রয়েছে কেন্দ্রীয় সরকার। তাই তারা সবদিক বিবেচনা করে  সির্দ্ধান্ত গ্রহন করে থাকে। এক্ষেত্রে তাই হয়েছে। আবার আরও একটি সমস্যা রয়েছে এই পাঁচামী এলাকায়। সেটি হল - যারা ভূমিপুত্র আদিবাসী সম্প্রদায় তারাও রাজ্যসরকারের বিরুদ্ধে। গত দুবছর পূর্বে বীরভূমে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় কয়েকজন উচ্চশিক্ষিত আদিবাসী যুবক জেলাশাসক সহ এক দাপুটে শাসকদলের নেতার চোখে চোখ রেখে ভারতীয় সংবিধানে খনিজ সম্পদে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা এবং জঙ্গলে আদিবাসীদের অধিকার নিয়ে যে তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছিলেন, তা আলোড়ন পড়ে গিয়েছিল মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায়।  তাই পাঁচামী সমস্যা শুধু কেন্দ্রীয় সরকার কে নিয়ে নয়, আদিবাসীদের বড় অংশ রয়েছে মূল সমস্যায়। কালনায় মুখ্যমন্ত্রী বলেন -     বাংলা কে দিল্লি সামলায় না, দিল্লি কে সামলায় বাংলা। এহেন বক্তব্য পেশে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দেন - উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারই যথেষ্ট। সারাদেশে পশ্চিমবাংলা এমন একটি রাজ্য যেখানে জমির খাজনা মকুব হয়। রেকর্ড সংশোধনের  মিউটেশন ফি লাগেনা,  সেইসাথে চাষীদের জমির বিমার অর্থ  রাজ্য সরকার দিয়ে দেয়। সংশ্লিষ্ট ব্যাংকগুলি কেন্দ্রীয় সরকারের আওতায়,  তাই এই বিনামূল্যের শস্যবিমা টি কে কেন্দ্রীয় প্রকল্প বলে অপপ্রচার চলে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ তুলেন এদিনের জনসভায়। ২০২২ সালে যেখানে কেন্দ্রীয় সরকার চাষীদের আয় দ্বিগুণ করার কথা বলছে,  সেখানে বাংলার চাষীরা তিনগুণ কৃষি ক্ষেত্রে আয় করছে। ২০১২ সালে পূর্ব বর্ধমানে রাজ্য সরকার 'মাটি তীর্থ উৎসব ' চালু করে। তা দেখে ২০১৩ সালে রাস্ট্রপুঞ্জ অনুরুপ প্রকল্প শুরু করে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর অভিযোগ -জিএসটির জন্য রাজ্যে চাকরি কমে গেছে। তবুও রাজ্য সরকার ৪০% বেকারত্ব কমিয়েছে। আজ দুপুর দুটোয় কালনার জনসভায় মুখ্যমন্ত্রী এসে বলেন - গত ৭ বছরে ৪৩০ টি প্রশাসনিক সভা করেছি,  এলাকাবাসীদের আর কলকাতায় আসতে হয়না,  কলকাতা পৌঁছে যায় জেলায় জেলায়। এদিন কালনার অঘোরনাথ স্টেডিয়াম টি উদ্বোধন হয়। কালনার পুরাতত্ব নিয়ে রাজ্য পর্যটন দপ্তরের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ আসে। পূর্ব বর্ধমানে নুতন সরকারের আমলে ৬ টি কলেজ হয়েছে, সেইসাথে ২৭৬৮ কোটি অনুদানে এই জেলার দামোদর নদের নিম্ন অববাহিকা জুড়ে সেচের আধুনিকরণ ঘটবে বলে মুখ্যমন্ত্রী জানান। এতে শস্যগোলা পূর্ব বর্ধমানে সেচজল নিয়ে সমস্যা আর হবেনা। সেইসাথে ৩২০০ কোটি খরচে মেছোগ্রাম থেকে মারগ্রাম ফোরলেন সড়ক হচ্ছে।এতে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যোগাযোগে সময় অনেক কমে যাবে। এছাড়া ডানকুনি - বর্ধমান - পানাগড় রাস্তা নিয়ে ব্যবসায়ীক যোগাযোগ বাড়াতে আরও প্রকল্প নেওয়া হচ্ছে। পূর্ব বর্ধমানের কালনা এবং নদীয়ার শান্তিপুরের মধ্যে ভাগীরথী নদীর উপর হাজার কোটি অনুদানে সেতু হচ্ছে। ৫০০ কোটি আর্থিক মঞ্জুরি মিলেছে রাজ্য সরকারের তরফে। জমি অধিগ্রহণের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন কে চাষীদের সাথে বুঝিয়ে সমস্যা থাকলে মেটাতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে তা বুঝিয়ে দেন। যে সিপিএম কে কয়েক সপ্তাহ পূর্বে তৃনমূল নেত্রী ব্রিগেডের দলীয় আমন্ত্রণ জানিয়েছিলেন,  সেই সিপিএম কে হাঙ্গরের দল বলে এদিন কটাক্ষ করেন তিনি। গতকালকের সিপিএমের সিঙ্গুরে  মহামিছিল নিয়ে তীব্র কটাক্ষ করেন মমতা। তিনি বলেন - সিপিএম হাঙরের দল। ওরা সিঙ্গুর নেতাই নন্দীগ্রাম করেছে। আমাদের আমলে ৬৫ হাজার কৃষক বয়সজনিত ভাতা পাচ্ছে। আগে ৭৫০ টাকা মাসিক পেত, এখন সেটা ১ হাজারে দাঁড়িয়েছে। ১ কোটি ৬৭ লক্ষ সংখ্যালঘু স্কলারশিপ পাচ্ছে। ১২০ বেডের হাসপাতাল হচ্ছে ভাতারে। এইরুপ নানান উন্নয়নের খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।    ১০০ দিনের প্রকল্পে রাজ্যের সেরা জেলা হওয়ার জন্য পূর্ব বর্ধমানের প্রশাসনিক কর্মকর্তাদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। ভুমি এবং আবগারী দপ্তর কে শক্ত হাতে কাজকর্ম করার নিদানও দেন মুখ্যমন্ত্রী।  রেশনের চাল বিতরণ নিয়ে দুর্নীতি হলে পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থাগ্রহণের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।                                                                                                                        

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু