বিশ্বভারতীর প্রাক্তন ভারপ্রাপ্ত উপাচার্য এবার 'কুমুদ সাহিত্য রত্ন' সম্মান পাচ্ছেন

মোল্লা  জসিমউদ্দিন ,

  আগামী  ৩ রা মার্চ  মঙ্গলকোটের  কোগ্রামে  পল্লিকবি  কুমুদরঞ্জন  মল্লিকের  বসতভিটায় যে কুমুদ সাহিত্য  মেলা  হতে চলেছে। সেখানে এবার ১১ জন ব্যক্তি কে সম্মান জানানো হবে বলে জানা গেছে। এঁদের  মধ্যে  খ্যাতনামা  ব্যক্তিত্ব যেমন রয়েছেন ঠিক তেমনি অখ্যাত মানুষরাও রয়েছেন সংবর্ধনা প্রাপকদের তালিকায়। পল্লিকবির বাড়ীর আমবাগানে এই উৎসবে  প্রতিবারেরি কয়েকশো  সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত ব্যক্তিদের আগমন ঘটে। এবার ' কুমুদ সাহিত্য  রত্ন' সম্মান পেতে চলেছেন কবিগুরু  রবীন্দ্রনাথ  ঠাকুরের গড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন  ভারপ্রাপ্ত উপাচার্য  তথা অধ্যাপিকা সবুজকলি  সেন  মহাশয়া কে। যিনি সাম্প্রতিককালে ভারত ও বাংলাদেশের দুই রাস্ট্রপ্রধানদের শান্তিনিকেতন সমাবর্তন অনুষ্ঠানে এনে বাঙালি সাহিত্য ধারার গতি কে আরও গতিশীল গড়েছেন। উল্লেখ্য এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন ভারতের প্রধানমন্ত্রী স্বয়ং এবং এই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ সম্মান দেশিকোত্তম পুরস্কার প্রাপ্ত সেখ হাসিনা  হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুমিপুত্র বৈষ্ণব কবি লোচনদাস স্মরণে 'লোচনদাস রত্ন' সম্মান পাবেন  পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত মহাশয় ।  বাউলগানে রাজ্য ও জাতীয় স্তরে তিনি দীর্ঘদিন ধরে   সুনাম অর্জন  করে চলেছেন। বিভিন্ন জনসচেতনতা মূলক কাজে  তাঁর স্বরচিত গান জনমানসে প্রতিফলিত হচ্ছে। অবিভক্ত বর্ধমান জেলার সাংবাদিকতা ও সাহিত্য সংস্কৃতি বিকাশে প্রাণপুরুষ  সমীরণ চৌধুরী স্মরণে 'সমীরণ রত্ন' পাবেন  গাছ মাস্টার খ্যাত শিক্ষক অরুপ কুমার  চৌধুরী  মহাশয়  । যিনি ইতিমধ্যেই রাজ্যসরকারের 'শিক্ষারত্ন' এবং কেন্দ্রীয় সরকারের 'জাতীয় শিক্ষক' সম্মান পেয়েছেন। স্কুলে স্কুলে তাঁর সবুজায়ণ কর্মসূচি আমাদের পৃথিবীর বাতাস কে দুষনমুক্ত করার চেস্টা চলছে।  রাজ্য বিচার বিভাগের পরীক্ষায়(১৯৮৩ ব্যাচ) কৃতি মোল্লা নুরুল হোদা  স্মরণে 'নুরুল হোদা রত্ন ' সম্মান পাবেন  মঙ্গলকোটের বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ ডঃ মহম্মদ বদরুদ্দোজাহ ( সেলিম)  মহাশয় । রুগীদের বিপদে আপদে সবকাজ ফেলে যিনি ছুটে আসেন। চিকিৎসায় চরম বাণিজ্যিক পেশাদারিত্বে তিনি গরীব রোগীদের  কাছে একান্ত আপণ।  এবছর  'বর্ধমান রত্ন' সম্মান পাচ্ছেন ক্যালকাটা মেডিকেল  কলেজ  ও  হসপিটাল এর শিক্ষক ও চিকিৎসক  ডঃ সৌমিক ঘোষ। যিনি বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য  সচেতনতা নিয়ে শুধু এই রাজ্য নয় গোটা দেশ জুড়ে কাজ করে চলেছেন। এবছর মঙ্গলকোটের প্রয়াত  প্রত্নবিদ  কেশব বন্দ্যোপাধ্যায় স্মরণে 'কেশবরত্ন' পাচ্ছেন এলাকারই কবি রামদুলাল বৈরাগ্য। যিনি গুসকারা কাটোয়া রুটে জগদ্বাত্রী বাসের খালাসি হিসাবে কর্মের মধ্যে থেকেও বাসযাত্রী সাধারণ মানুষদের নানান দুঃখ যন্ত্রণা নিজের কবিতায় তুলে ধরেছেন। এবছর  'মঙ্গলকোট রত্ন' সম্মান পাবেন  পালিশগ্রামে এক সঙ্গীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পলাশ হাজরা মহাশয় কে। যিনি মঙ্গলকোটের মাটিতে অনবরত সূর সঙ্গীতের বীজ বোপণ করে চলেছেন। এবছর   'মেমারি রত্ন' সম্মান  পাবেন  পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের নিকটআত্মীয় তথা গল্পকার শুভাশিস মল্লিক কে। তিনি দীর্ঘদিন ধরে লিটিল ম্যাগাজিন সহ নানান পত্রপত্রিকায় লিখে চলেছেন। যার লেখা নিয়ে নাটকও মঞ্চস্থ 

হয়েছে।  এবারে কবি ও সাংবাদিক শ্যামল রায় 'নবদ্বীপ রত্ন' পাচ্ছেন। এইসময়ের বিভিন্ন সাহিত্য মজলিসে তাঁর কবিতা অনুস্টানে প্রাণবন্ত করে তোলে। কাটোয়ার প্রয়াত সাংবাদিক সমীর ভট্টাচার্য স্মরণে 'সমীররত্ন' সম্মান পাচ্ছেন সাংবাদিক সুজিয় দত্ত। বিগত কয়েক বছর ধরে পল্লিকবির উপর তথ্যমূলক প্রতিবেদন নানা মহলে প্রশংসিত হয়েছে। এছাড়া তারকেশ্বরে এক দম্পতি অরুপ মজুমদার ও রুমা মজুমদার কে 'হুগলী রত্ন' সম্মান জানাতে চলেছে কুমুদ সাহিত্য মেলা কমিটি। গত এগারো বছর ধরে ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের বসতভিটায় জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলা আয়োজন চলছে বলে জানিয়েছেন কমিটির সম্পাদক মোল্লা জসিমউদ্দিন মহাশয়। শুধু পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক নন, বৈষ্ণব কবি লোচনদাস, প্রত্নবিদ কেশব বন্দ্যোপাধ্যায়, বিচারক মহম্মদ নুরুল হোদা মোল্লা, সাংবাদিক সমীরণ চৌধুরী, পত্রিকা সম্পাদক সমীর ভট্টাচার্য প্রমুখদের স্মরণে সংবর্ধনা জানানো হয়।                                                            

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু