বাজকুলে ইউনাইটেড ফোরামের ফুটবল টুর্নামেন্ট

জুলফিকার  আলি

বাজকুল ইউনাইটেড ফোরামের উদ্দোগে গত ২০ শে জানুয়ারি থেকে চলা স্বর্গীয় আভা মাইতি স্মৃতি  এবং স্বর্গীয় বসন্ত মন্ডল রানিং স্বর্নকাপ আট দলিয় নক আউট ফুটবল প্রতিযোগিতা আজ বাজকুল কলেজ মাঠে শেষ হলো। ফাইন্যলে যে দুটি দল আংশ নেয় মা শীতলা স্পোর্টিং ক্লাব এবং টিচার্স এবং স্টুডেন্ট ফুটবল এসোসিয়েশন। প্রথমার্ধে কোনদল গোল করতে পারেনি।দ্বিতীয়ার্ধে শীতলার নাইজেরিয়ান স্টাকার হেনরী গোল এগিয়ে যায় ওই গোল শোধে জন্য আপ্রান চেষ্ট করেও টিচার্স স্টুডেন্ট এসোসিয়েশন শোধ করতে পারেনি এমন কি পেনাল্টি পেয়েও গোল কিপারে অনবধ্য সেভ দলকে গোল থেকে বঞ্চিত করে। শীতলা গোলকিপার প্রবিত্র মাইতি সারা খেলায় গোট পাঁচেক অবধারিত গোল বাঁচিয়ে খেলায় ম্যান অফ দি হিরো নিবার্চিত হন। চ্যাম্পিয়ন দল রানিং স্বর্নকাপ এবং ফরএভার ট্রফি সহ নগদ ৪০ হাজার টাকা রানার্স দল স্বর্গীয় শ্বেতকন্ঠ দাস স্মৃতি ট্রফি সহ নগদ ৩০ হাজার টাকা লাভ করে। খেলার শেষে পুরস্কার বিতরনী সভা সভাপতিত্ব করেন ইউনাইটেড ফোরামের স্থায়ী সভাপতি তথা এলাকার বিধায়ক অর্ধ্বেন্দু মাইতি। প্রধান অতিথি হিসাবে উপস্থিত খেজুরীর বিধায়ক রণজিৎ মন্ডল বিশেষ অতিথি ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বিশ্বজিৎ দত্ত এছাড়া ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রনব মাইতি। প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে এই ম্যাচ পরিচালনা করেন অর্থাৎ ভারতের প্রথম মহিলা রেফারি কনিকা বর্মন। তাঁর সুদক্ষ্য রেফারিং দর্শক অতিথিদের মন কেড়ে নেই। প্রশংঙ্গত উল্লেখ্য থাকে যে এই খেলার উদ্ধোধন করেন প্রাক্তন ভারতিয় ফুটবলার সৈয়দ রহিম নবি। ফোরামের সম্পাদক রবিনচন্দ্র মন্ডল আগামি বছর আরো বড় খেলা হওয়ার প্রতিশ্রুতি দিয়ে সবাই কে অভিনন্দন জানান।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু