মননের অষ্টম সংখ্যা প্রকাশে চাঁদের হাট বসলো

মোল্লা জসিমউদ্দিন
  

বৃহস্পতিবার বিকেলে কলকাতার শিয়ালদহ সংলগ্ন কৃষ্ণপদ মেমোরিয়াল হলঘরে সাহিত্য সংগঠন 'মনন' এর বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। উপস্থিত ছিলেন পান্ডব গোয়েন্দা খ্যাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, বিদ্রোহী কবি কাজি নজরুল ইসলামের নাতনি সাহিত্যিক সোনালি কাজি,  সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর তথা সাহিত্যিক জয়দীপ চট্টপাধ্যায়, বাচিক শিল্পী আরণ্যক বসু প্রমুখ। তিন শতাধিক কবি সাহিত্যিকদের নিয়ে ঘন্টা পাঁচের সভা চলে। "এই বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি সূদুর বাংলাদেশ থেকে আগত  সাহিত্যানুরাগীদের আবৃত্তি - গান চলে। বেশকিছু বই প্রকাশের পাশাপাশি মননের অষ্টম সংখ্যা প্রকাশ করা হয়" বলে জানান মননের কর্মকর্তা স্নেহাশিস চক্রবর্তী  । এদিন  সাহিত্য - সংস্কৃতি জগতের বেশ কয়েকজন গুণীজনদের সংবর্ধনা জানানো হয়। এই মঞ্চে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি'র সম্পাদক মোল্লা জসিমউদ্দিন আগামী ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে সংবর্ধনা প্রাপক  ২০ জন বিশিষ্ট ব্যক্তিদের তালিকা প্রকাশ করেন। ঘোষিত কর্মসূচি হিসাবে  কুমুদ সাহিত্য মেলার দিন অর্থাৎ ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে কুমুদ ভিটেয়     সাহিত্য সংগঠন  'মননে'র তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি এবং অন্নভোগ করা হবে। সেইসাথে সমাজসেবী সংগঠন 'সুসম্পর্ক' এর পক্ষে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হবে।                                                                                                    

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু