গুসকারা রটন্তী মেলায় কামদুঘা পত্রিকার গুণীজন সম্মাননা

অভিজিৎ দাঁ
  

    শীতের রোদ মেখে পাঁপড় ভাজা খেতে খেতে কবিতা পড়া ও শোনার মজাই আলাদা। প্রতিবছরের মতো এবারও সাহিত্যের আসর বসেছিল গুসকরার মেলা তলায় মঞ্চে। রটন্তী কালী পূজা উপলক্ষে উৎসব ও মেলা চলছে।৩৪ বর্ষে কামদুঘাপত্রিকার সাহিত্য আসর বসে মেলার মঞ্চে। স্থানীয়রা ও ছড়া ও পার্শ্ববর্তী জেলা হুগলি বীরভূম বাঁকুড়া হাওড়া ও কলকাতা থেকে কবিরা এসেছিলেন ।নবীন ও প্রবীণ  ও নবীন কবিদের সাহিত্য আসর জমে উঠেছিল, মহিলা কবিদের উপস্থিতি ও     উৎসাহ     ছিল যথেষ্।ট অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবী কুমুদ রঞ্জন মন্ডল ।অতিথি ছিলেন ডঃ বললাম বন্দ্যোপাধ্যায় ডঃ ভারতী বন্দ্যোপাধ্যয় ডক্টর আশিস নন্দী
, ডক্টর কৃষ্ণেন্দু দে প্রাক্তন শিক্ষক উদয়চাঁদ চৌধুরী ও পরেশনাথ মুখোপাধ্যায়। অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট পাঁচব্যক্তি কে মানীশ্রী সম্মান ও 45 জন কবিকে সংবর্ধনা দেওয়া হয় ।সোমবার সোমবার বেলা দশটা থেকে বিকাল 5 টা পর্যন্ত এই সাহিত্য আসর চলে ।  কামদুধা পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায় জানান প্রতিবছর আমরা এইরকম সাহিত্য আসর করে থাকি অনুষ্ঠানে অতিথিদের স্বাগত ধন্যবাদ জানান তিনি অনুষ্ঠান পরিচালনা করার জন্য সকলকে ধন্যবাদ জানান  ।    অনুষ্ঠানে ছিলেন কলকাতা থেকে এসেছিলেন আর্য বন্দোপাধ্যায় রাখহরি বক্সী, অরূপ পানথী সুজাতা বক্সী।  হুগলি চুঁচুড়া থেকে এসেছিলেন অতসি চক্রবর্তী ও সুবীর ভট্টাচার্য ।   বীরভূম  এসেছিলেন চাঁদ রায় বাঁকুড়া থেকে আশিস নন্দী। ছিলেন বিশিষ্ কবি ডাক্তার আশিস দাশ , সাবিত্রী পারুই অর্পিতা কর্মকার অর্পিতা পাল সর্বানি চন্দ্র সুদেষ্ণা বসু কল্পনা মন্ডল পার্বতী মৃত্যু তুহিনা সুলতানা ছবি ভট্টাচার্য্য অশ্লীল পৃথা ঘোষ মজুমদার আনোয়ার হাসান কল্পনা রায় পার্বতী মৃত্যু অভিজিৎ চক্রবর্তী তেজেন্দ্র নারায়ণ সরকার সৌমিত্র চট্টোপাধ্যায় পার্থ মণ্ডল অভিজিৎ মুখার্জি সুজিত পাল আশরাফুল মন্ডল জালালউদ্দিন সুকুমার বন্দ্যোপাধ্যায় তাপস কুমার দে সবিতাব্রত লাহা প্রমুখ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু