দুস্থ পড়ুয়াদের ব্যাগ দিয়ে হাসি ফোটালো সুসম্পর্ক

পারিজাত মোল্লা  

বৃহস্পতিবার  কলকাতার ঠাকুরপকুর এলাকার  জেমসলং সরণির সংযোগস্থলে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস উপলক্ষে 'সুসম্পর্ক' এর উদ্যোগে  আরো একটি অনবদ্য প্রয়াস নেওয়া হলো  ।প্রথমে দুস্থ শিশুদের নিয়ে   প্রভাতফেরি হয়। এর প্রতিনিধিত্ব করেন 'সুসম্পর্কে'র  কোষাধক্ষ্য শোভন ভট্টাচার্য l নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন প্রধান অথিতি ডাক্তার নীলাদ্রি শেখর দোলুই এরপরেই  পঞ্চাশের বেশি দুস্থ শিশুর হাতে তুলে দেয় স্কুলের ব্যাগ এবং অন্যান্য উপহার সামগ্রী।উপস্থিত ছিলেন এই স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার শ্রীঅরবিন্দ সিংহ, অতিথি অন্তরা সেন প্রমুখ । অনুষ্ঠানের শেষে সংস্থার  কর্ণধার জানিয়েছেন - "আরও মানুষ এগিয়ে এলে  ভবিষৎতে অনেকবেশি এইরুপ সমাজসেবা করতে পারবে 'সুসম্পর্ক' "l

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু