বিচার ঘড়ি উদ্বোধনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি


বিচার ঘড়ি উদ্বোধনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি

মোল্লা জসিমউদ্দিন
  

বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টের ই গেটে চালু হল জার্জেস ক্লক  / বিচার ঘড়ি। শুভ উদঘাটন করেন প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত সহ বেশ কয়েকজন বিচারপতি।     এরাজ্যে বিচার প্রক্রিয়ায় গতি বাড়াতে অভিনব উদ্যোগ নিয়েছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। ২২ জানুয়ারি অর্থাৎ বুধবার বিকেলে কলকাতা হাইকোর্টের 'ই' গেটে বসলো জাস্টিস ক্লক /বিচার ঘড়ি। যার সূচনা করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। জাস্টিস ক্লক আসলে কি?  সেখানে কিভাবে উপকৃত হবেন বিচারপ্রার্থীরা?  জাস্টিস ক্লক আসলে একটি জায়েন এলইডি স্কিন। যেখানে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিস্তারিত তথ্য থাকবে। কতগুলি মামলা বিচারধীন রয়েছে, মামলার পরবর্তী শুনানি কবে, কত মামলার নিস্পত্তি হয়েছে।এইবিধ নানান মামলা সম্পকিত তথ্য থাকবে এই বিচার ঘড়ির মধ্যে। তবে কলকাতা হাইকোর্ট সহ দুটি সার্কিট বেঞ্চের ( জলপাইগুড়ি ও আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ)  অধীনে মামলাগুলির তথ্য এখনই থাকছেনা বলে জানা গেছে । তবে আগামী দিনে এইসব বেঞ্চের মামলা কেন্দ্রিক তথ্য থাকবে । উল্লেখ্য, গোটা রাজ্যে প্রায় ২৩ লক্ষ মামলা বিচারধীন রয়েছে। এর মধ্যে আবার প্রায় ১৮ লক্ষ মামলা ফৌজদারিভুক্ত। এটি হাইকোর্টের 'ই'  গেটে জায়েন এলইডি স্কিনের মাধ্যমে দেখা যাচ্ছে।                                                                                                


এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু