স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বসবাস , তাড়ালেন ঘরমালিক

জুলফিকার আলি  

পূর্ব মেদিনীপুর ঃ এগরাঃ স্বামী- স্ত্রী'র পরিচয় দিয়ে কয়েকমাস ধরে দু'জনেই একইসঙ্গে অবৈধভাবে ভাড়া বাড়িতে ছিল।বৃহস্পতিবার এগরা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে কসবা এগরায় ওই ভাড়া বাড়িতে হাজির হয় ছেলের বাড়ির লোকজন।তারপর ছেলের বাড়ির লোকেদের সঙ্গে মেয়ের ও ছেলের মধ্যে তুমুল বচসা শুরু হয়।ছেলের বাড়ির লোকেদের দাবি, তাঁরা এগরা থেকে তাঁদের বাড়িতে ছেলেকে নিয়ে যেতে চায়।এই ঘটনা জানাজানি হতেই চলে আসে পাড়া প্রতিবেশীরা।শুরু হয় বিক্ষোভ।অবশেষে বাড়ি থেকে দু'জনেই বেরিয়ে গিয়ে থানায় দ্বারস্থ হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে পটাশপুর থানার প্রতাপদিঘী গ্রামের বাসিন্দা শেখ আনোয়ার (২৫) নামে'র এক যুবক শ্রীরামপুরের লক্ষীরানী ঠাকুরের (৩৫) সঙ্গে বিয়ে না করে দীর্ঘদিন ধরে একইসঙ্গে অবৈধভাবে বসবাস করে আসছে।তাঁরা স্থান পরিবর্তন করে এখানে ওখানে থাকছে।কিন্তু অভিযুক্তদের দাবি, তাঁরা বিয়ে করেছে।তবে তাঁদের বিয়ের কোনও উপযুক্ত বৈধ প্রমাণ পত্র নেই।কিন্তু তাঁরা সমস্ত অভিযোগই অস্বীকার করেছে।তবে বাড়ির মালিক শেখ জমির এ বিষয়ে কোন প্রতিক্রিয়া দিতে চাননি।স্থানীয় বাসিন্দা মান্নান খান বলেন, "আমরা ঘটনা জানতে পেরেই তাঁদের ঘর থেকে বার করে দিয়েছি।পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।"

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু