মেমারির আমাদপুরে সরস্বতী পূজা

সেখ সামসুদ্দিন 

পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার আমাদপুর গ্রাম কালী পূজার জন্য বিখ্যাত তা এতদঅঞ্চলের বহু মানুষই জানেন। সেই গ্রামে থিমের পুজো হচ্ছে সরস্বতী। যুব সমাজ যেখানে বিপথগামী, সেখানে আমাদপুর গ্রামের কয়েকজন যুবক সংঘবদ্ধভাবে সমাজ সচেতনতার বার্তা দিতে এগিয়ে এলো সরস্বতী পুজোর প্যান্ডেলের মাধ্যমে। বড়কালী যুব গোষ্ঠীর ২৯ তম সরস্বতী পুজোর থিম 'চক্রব্যূহে পাকচক্র'। ছয় রিপুর ন্যায় ধর্মান্ধতা, রাজনৈতিক উগ্রতা, নেশাচ্ছন্নতা, যন্ত্র নির্ভরতা, নীতিহীন বিচারব্যবস্থা ও সন্ত্রাসবাদের উপর থিম করা হয়েছে। পুজো কমিটির সম্পাদক সৌম্য ভট্টাচার্য্য জানান মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যুর ন্যায় চারিদিক থেকে গ্রাস করছে বর্তমান  সমাজকে। এই পুজোর প্যান্ডেল করা হয়েছে থার্মোকল, চট, কাগজ, ঝুড়ি, ইত্যাদি উপকরণ মিলিয়ে। পান্ডুয়ার ডেকোরেটরের মাধ্যমে মেদিনীপুরের কাঁথীর শিল্পী এই প্যান্ডেল গড়েছেন। প্রায় পাঁচ-ছয় লাখ টাকা বাজেটের এই পুজো এবং কৃষ্ণনগরের ঘূর্ণির প্রতিমা। আমাদপুর বড়মা কালীতলায় এই পুজোটি হচ্ছে। পুজো কমিটির সম্পাদক আরো জানান কলকাতা থেকে হরেকৃষ্ণ হালদারের শ্রীখোল বাদ্য, ব্যান্ড, রায়বেশে, ঢাক ইত্যাদি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হবে শনিবার পয়লা ফেব্রুয়ারি প্রতিমা নিরঞ্জন হবে। এই পুজোর কাজে তার পাশে আছেন সভাপতি নির্মল নাথ, সদস্য সুদীপ ভট্টাচার্য, শুভজিৎ ভট্টাচার্য্য, প্রশান্ত নাথ, রানা নাথ সহ গ্রামবাসী বৃন্দ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু