মেরামতির জন্য বন্ধ মঙ্গলকোটের লোচনদাস সেতু

মোল্লা জসিমউদ্দিন
    
উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সবথেকে ব্যস্ততম সড়কসেতু মঙ্গলকোটের অজয় নদের উপর লোচনদাস সেতুটি এক মাস বন্ধ থাকবে। সেতুর পিচ এবং পিলার মেরামতের জন্য ২১জানুয়ারি থেকে এই সেতুটি বন্ধ হয়েছে । চারচাকার সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সাইকেল - মোটরসাইকেল সহ পথচারীদের উপর কোন বিধিনিষেধ থাকছেনা বলে প্রশাসন সুত্রে প্রকাশ। পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলা দুটি সংযোগকারী অজয় নদের উপর প্রায় এক কিমি দৈঘ্য বিশিষ্ট লোচনদাস সেতুটির অধিকাংশ সেতু পিলার গুলি বসে গেছে। যার ফলে সেতুর স্বাভাবিক ভরণ ক্ষমতা হারিয়েছে। সেতুর পিলারে বিশেষত নদী গর্ভে থাকা পিলার গুলিতে চিড় ধরেছে। সাথে সেতুর উপর পিচে ছোটবড় গর্তও তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে পূর্ত দপ্তরের মেরামতির প্রস্তাবনায় ৮০ লক্ষ টাকা আর্থিক অনুদান মঞ্জুর করে রাজ্য সরকার। সেই প্রকল্পের কাজ শুরু হয়েছে ২১ জানুয়ারি থেকে। কলকাতা থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের দশের বেশি জেলায় কয়েক হাজার যানবাহন এই সেতুর উপর যাতায়াত করে থাকে। ২১ জানুয়ারি থেকে এই গাড়ি গুলি বর্ধমান শহর থেকে একাধারে কাটোয়ার যাজীগ্রাম - ফুটিসাকো রুটে যাতায়াত করতে হবে। আরেকটি বর্ধমান শহর দিয়ে ভেদিয়া - বোলপুর রুটে চলবে। অজয়ের এপারে মঙ্গলকোটের নুতনহাট এবং অজয় নদের ওপারে নানুরের পালিতপুর মোড়ে স্থানীয় বাসগুলি চলাচল করবে বলে প্রশাসন সুত্রে প্রকাশ। লোচনদাস সেতুর নিচে অজয় নদের বেআইনী যততত্র বালিঘাট এবং সেতুর উপর দিয়ে বীরভূমের পাঁচামী থেকে পাথর বোঝাই আগত গাড়ীর বেহিসেবী যাতায়াত লোচনদাস সেতুর এই বিপর্যয়ের মূল কারণ। ১৯৯৮ সালে ৮ জুলাই চালু হওয়া এই সেতুর বয়স সবে কুড়ি বছর পেরিয়েছে। তাই আগামীদিনে এই সেতুর নিচে অজয় নদের বালিঘাট নিয়ন্ত্রণে এবং অত্যাধিক পাথর বোঝাই গাড়ী যাতায়াতে বিধিনিষেধ না রাখলে এই সেতু ক্রমশ বিপদজনক হয়ে উঠবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।                                                                                                          

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু