রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম বার্ষিকী পালন


রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম বার্ষিকী   

মোল্লা জসিমউদ্দিন  


বুধবার সন্ধেবেলায় কলকাতার গিরিশপার্ক এলাকায় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রথীন্দ্র মঞ্চে রবীন্দ্র ভারতী সোসাইটির ৭৪ তম প্রতিস্টা বার্ষিকী পালন হল। এই বার্ষিকী পালনের সাংস্কৃতিক অনুষ্ঠানে এসেছিলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়, সাহিত্যিক সবিতেন্দ্র নাথ রায়, বিশ্ববভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন
উপাচার্য ডক্টর সুজিত কুমার বসু  প্রমুখ।স্বাগত ভাষন দেন আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সির্দ্ধাথ মুখোপাধ্যায়। তিনি বিগত বছর গুলিতে নানা ধরনের সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া নিয়ে বিস্তারিত তথ্য পেশ করেন। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনে রবীন্দ্র ভারতী সোসাইটির কলাকুশলীরা ছিলেন। এরপর বাংলাদেশের  প্রখ্যাত সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং এপার বাংলার বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত কে সংবর্ধনা জানানো হয় আয়োজক সংস্থার তরফে। 'নহি সামান্য নারী' শিরোনামে নৃত্যানুষ্ঠান  হয়। 'মুক্তি' শীর্ষক গীতি আলেখ্য চলে। এটি পুনার উপাসানা সংস্থার পক্ষে মঞ্চস্থ হয়। পুরো সাংস্কৃতিক অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন শ্রী অলক রায় ঘটক মহাশয়। রবীন্দ্র ভারতী সোসাইটির সভাপতি পদে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়  এবং সাধারণ সম্পাদক আছেন  বর্ষীয়ান আইনজীবী সির্দ্ধাথ মুখোপাধ্যায়। এঁরা জানান - " রবীন্দ্র ভাবনার নিয়মিত বিকাশে নিরলসভাবে কাজ করে চলেছে রবীন্দ্র ভারতী সোসাইটি"।                                                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু