বাংলাদেশে নেত্রকোনা জেলায় সাহাপুরে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ স্থাপনে ভিক্তিপ্রস্ত্রর স্থাপন

বাংলাদেশের নেত্রকোণা জেলার সাহাপুরে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভিত্তিপ্রস্থর স্থাপন গুনিজন সন্মাননা

বাবুল সাহা  কলকাতা থেকে:

কলকাতাস্থ নেত্রকোণা সম্মিলনীর সাধারণ সম্পাদক মানিক সরকারের সাথে কথা বলে জানা যায় , ২৫ জানুয়ারি ২০২০ ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন ও গুণিজন সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, প্রফেসর ড. গাজী হাসান কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান, প্রফেসর ড. মিজানুর রহমান ফকির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. আব্দুল্লাহ আল মাসুম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রধান, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. রশিদুন নবী, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্য বিভাগের ডিন, প্রফেসর ড. সাহাবুদ্দিন বাদল, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের (ভারত) ড. সমির দাস, সিস্টেম ম্যানেজার ও অধ্যাপক, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ভারত) অধ্যাপক ড. দেবাশীষ দে, নেত্রকোণা সম্মিলনী, কলকাতার সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক সরকার, শ্রী তরুণ কর্মকার, শিক্ষক, হিন্দমোটর, কলকাতা, ভারত। ২৫ মার্চ ভয়াল রাতে পাক আর্মি কর্তৃক রাজারবাগ পুলিশ লাইন সহ ঢাকা আক্রমনের খবর ওয়ারলেসে সারা দেশে প্রেরণকারী, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া।
 কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভাষা সৈনিক আজিম উদ্দিন আহমেদ, যিনি ভাষা সংগ্রামে অংশগ্রহনের জন্য ছাত্রত্ব হারিয়ে ছিলেন। সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা মো. মনজুর উল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী ড. হালিম দাদ খান সহ অনেক সুধীজন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু