মধ্যমগ্রামে ৫২ তম প্রীতি সম্মেলন

মধ্যমগ্ৰামে নেত্রকোণা সম্মিলনীর ৫২ তম বার্ষিক প্রীতি সম্মেলন ও গুণীজন সম্মাননা।
বাবুল সাহা 

 কলকাতা থেকে : নেত্রকোণা সম্মিলনী ছিল মূলতঃ দু-বাংলার মেলবন্ধন।
১২ জানুয়ারী ২০২০ সুশোভিত মধ্যমগ্ৰাম উদয়রাজপুর নেতাজী সংঘের মুক্তাঙ্গনে দিনব্যাপী নানা কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হলো , সম্মিলনীর ৫২ তম প্রীতি সম্মেলন, সাধারণ সভা ও গুণিজন সম্বর্ধনা।
সম্মিলনীর মুখপত্র সুনেত্র প্রকাশিত হয়েছে। সম্মিলনীর সাধারণ সম্পাদক অধ্যাপক মানিক সরকার জানান , অনুষ্ঠানে দু বাংলার গুণীজন সম্মাননা ছাড়াও হাসনা হেনা নামে একটি কাব্যগ্ৰন্থ প্রকাশিত হয়েছে। পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে এ প্রীতি সম্মেলনের সূচনা ঘটে। সার্বিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ সভাপতি আজীবন সদস্য প্রহল্লাদ দাস। প্রধান অতিথি ছিলেন এটিসি প্রাঃ লিঃ এর কর্ণধার বিপুল চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মনজুর উল হক(সাবেক ডিজিএম বাংলাদেশ ব্যাংক), তরুণী কান্তি সাহা(টেমকম প্রাঃ লিঃ এর কর্ণধার) গুণীজন হিসাবে সম্মানিত হলেন অধ্যাপক ননী গোপাল সরকার ( অধ্যক্ষ ,ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোক সাহিত্য গবেষণা একাডেমি) , কলেজের প্রতিষ্ঠাতা ও অমাস এর নির্বাহী পরিচালক ইকবাল হাসান তপু, অন্যান্য অতিথি ছিলেন ড.বিরাট কুমার বৈরাগ্য, ড. সমীর চন্দ্র দাস, মৃতু্্যঞ্জয় চৌধুরী, রসরাজ বর্মন, অমিতাভ দত্ত মজুমদার, রথীন বর্মন রায়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মানিক সরকার, অধ্যাপিকা নন্দিতা ভাদুড়ী,তিলক কান্তি ঘোষ ও উওম সরকার প্রমুখ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু