হাইকোর্টে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন আইনজীবীরা


হাইকোর্টে সিএএ বিরোধী মিছিলে হাঁটলেন আইনজীবীরা

মোল্লা জসিমউদ্দিন  


কেন্দ্রীয় সরকারের সিএএ এবং এনআরসির বিরোধিতায় সার্বিক ঐক্য দেখা গেল কলকাতা হাইকোর্ট চত্বরে  । যেখানে জাতীয় কংগ্রেস থেকে বামপন্থী এমনকি এই রাজ্যের শাসক দলের মতাদর্শে বিশ্বাসী আইনজীবীদের একসাথে হাটতে দেখা গেল কেন্দ্রের এনআরসি বাতিলের মিছিলে। কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা বাম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, কংগ্রেস নেতা  অরুণাভ ঘোষ, আবার রাজ্য তৃনমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য। প্রত্যেকে আলাদা দলের মতাদর্শে বিশ্বাসী হলেও আজ আইনজীবীদের একসূরে সিএএ বিরোধীতা দেখা যায়। সোমবার দুপুরে কলকাতা হাইকোর্টের মেন গেট থেকে সিটি সিভিল আদালতের গেট অবধি কয়েকশো আইনজীবীদের রাজনৈতিক প্লাটফর্মের বাইরে এনআরসি বাতিলের মিছিলে দেখা যায়। এই প্রতিবাদ মিছিলে থাকা কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান আইনজীবী মাসুদ করীম বলেন    - " ভারতে বসবাসকারী প্রত্যেককে নাগরিক হিসাবে মান্যতা দিতে হবে। ভোটার কার্ড যদি নাগরিকত্বের প্রমাণ না হয়, তাহলে নির্বাচনগুলিতে ভোটাধিকার প্রাপ্ত কেন্দ্রীয় সরকার কি ভাবে বৈধ হয়?  "।  উল্লেখ্য, এই আইনজীবী জনমানসে এনআরসি  আতঙ্ক কাটাতে বিভিন্ন সেমিনারে নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।                                                          

      

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু