পথহারা বৃদ্ধা কে বাড়ি ফেরালো মঙ্গলকোট থানার পুলিশ

পথহারা বৃদ্ধা কে বাড়ি ফেরালো মঙ্গলকোট পুলিশ


মোল্লা জসিমউদ্দিন  

  বছর পঞ্চাশের এক বৃদ্ধা গভীর রাতে পথ হারিয়ে একাকী ছিল চরম অনিশ্চয়তায়। ঠিক সেইসময় টহলরত পুলিশ কর্মীরা তাকে দেখতে পান। "কোথায় বাড়ী?  এত রাতে কি করছেন?  এখানে কারও বাড়ী এসেছেন কিনা?  " এই বিধ নানান প্রশ্নের উত্তর মেলেনি তখন, তাই থানায় এনে রাতের খাবার খাইয়ে মানবিক পুলিশ খুঁজে পেল তার ঠিকানা। ঠিকানা জানবার সাথেসাথেই সেখানকার থানায় খবর দিয়ে তুলে দেওয়া হল পরিবারের হাতে। পরিবারের লোকজন খুবই খুশি পুলিশের এহেন ভূমিকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার সিঙ্গত গ্রামে।মঙ্গলকোট ওসি মিঠুন ঘোষ জানিয়েছেন - " গত বুধবার  গভীররাতে টহলকারী পুলিশের গাড়ি নুতনহাট কাটোয়া সড়কপথে সিঙ্গত বাসস্ট্যান্ড এলাকায় বছর পঞ্চাশের এক বৃদ্ধা কে দেখতে পান। আংশিক স্মৃতিভ্রংশ ওই বৃদ্ধা সঠিক ঠিকানা বলতে পারেননি। তাই আমরা দায়িত্ব করে থানায় এনে ঠিকানা উদ্ধার করে বাড়ির লোকজনদের হাতে তুলে দিই"। জানা গেছে, আরতি সাঁতরা নামে ওই বৃদ্ধা নিকটাত্মীয় বাড়ীতে যাবার সময় ভূল বাসে চেপে পড়লে এই বিপত্তি ঘটে। দেওয়ানদিঘী থানার বালিশা গ্রামে ধানু সাঁতরার স্ত্রী আরতি সাঁতরা আংশিক স্মৃতিভ্রংশ। তাই সহজেই ঠিকানা না বলতে পারায় এই পথ হারিয়ে যাওয়ার ঘটনা টি ঘটে।বৃহস্পতিবার দুপুরে মঙ্গলকোট থানায় বৃদ্ধা কে পরিবারের হাতে তুলে দেওয়া হয়  । মঙ্গলকোট থানার এহেন মানবিক সক্রিয়তার ঘটনায় সাধুবাদ জানিয়েছেন পূর্ব বর্ধমানের গ্রামীণ (কাটোয়া ও কালনা) পুলিশসুপার ধ্রুব দাস  ।                                                                                 

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু