মঙ্গলকোটের চাণকে পুলিশের স্বাস্থ্য শিবির

মোল্লা জসিমউদ্দিন
আমিরুল ইসলাম
    

সোমবার সারাদিন ব্যাপি   পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির হল মঙ্গলকোটে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে ও মঙ্গলকোট থানার সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের চাণকের আদিবাসী পাড়ায়।আজ প্রায় চারশো  জন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এখানে স্বাস্থ্য পরীক্ষা করান।সমস্ত ধরনের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছিল এই স্বাস্থ্য শিবিরে। পাশাপাশি রক্ত পরীক্ষার ব্যবস্থা ছিল।
এখানে উপস্থিত হয়েছিলেন  পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (কাটোয়া ও কালনা) ধ্রুব দাস,  কাটোয়া এসডিপিও ত্রিদিব বাসু , মঙ্গলকোট থানার ওসি  মিঠুন ঘোষ, কৈচর আইসি সুজিত ভট্টাচার্য প্রমুখ  ।আদিবাসী সম্প্রদায়ের মানুষজন খুশি পুলিশের এই উদ্যোগে। স্থানীয় বাসিন্দা  সোমনাথ কোঁড়া জানান - "পুলিশ এত মানুষের কাছে আসতে পারে তা আজকে বাস্তবে আমরা বুঝলাম ।প্রায় সমস্ত রকম স্বাস্থ্যপরিসেবা আমাদের আদিবাসী পাড়ায় চললো । এজন্য মঙ্গলকোট থানার সমস্ত পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই "।উল্লেখ্য, কয়েকদিন আগে আদিবাসী মহল্লার ৬০ জন ক্ষুদেদের নিয়ে অজয় নদের চরে পুলিশ পিকনিক করে থাকে। অতিরিক্ত জেলা পুলিশ সুপার ধ্রুব দাস জানান - "  শুধু আইনশৃঙ্খলা রক্ষা করা নয়,  পুলিশ এইধরনের সামাজিক ক্ষেত্রে নিয়মিত কাজ করে থাকে "।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু