আজ সন্ধেয় কুমুদ সাহিত্য মেলার সংবর্ধনা প্রাপকদের তালিকা

আজ সন্ধ্যাবেলায় কুমুদ সাহিত্য মেলা কমিটির পক্ষে সংবর্ধনা প্রাপকদের নাম প্রকাশ  করা  হবে। 


একসময় ছিল যখন কুমুদ সাহিত্য মেলায় সংবর্ধনা জানানোর জন্য অনুরোধ /আবেদন - নিবেদন করে তালিকা প্রকাশ করা হত। কেউ কেউ ওইদিন জন্মদিন  অনুষ্ঠানে পুরস্কার নিতে আসেন নি। তাদের বাড়িতে গিয়ে আমাকে মানপত্র দিয়ে আসতে হয়েছে!

ঠিক এইরকম পরিস্থিতিতে আজ কুমুদ সাহিত্য মেলা অঙ্গুরিত বীজ থেকে বটবৃক্ষ না হলেও চারাগাছ হিসাবে পরিচিত হয়ে উঠেছে। দক্ষিণবঙ্গের ১১ টি জেলা থেকে ৫০+ নামের তালিকা এসেছে বিভিন্ন সোর্স ধরে।  যারা নিয়মিত কুমুদ মেলার দিনে আসেন সেইসব কবি সাহিত্যিকদের আমরা অগ্রাধিকার দিই। খ্যাত - অখ্যাতদের মেলবন্ধনের ৩ রা মার্চ মঙ্গলকোটের  কোগ্রাম হয়ে উঠে সাংস্কৃতিক রাজধানী। 
 আমরা এবার ২০ জন বিশিষ্টজনদের সম্মান জানাবো, তার তালিকা আজ সন্ধেবেলায় প্রকাশ পাবে। যাদের নাম এবারে থাকছেনা, তাদের আগামী বছর অবশ্যই সম্মান জানাবো। 


💐মোল্লা জসিমউদ্দিন ( সম্পাদক কুমুদ সাহিত্য মেলা কমিটি)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু