আইসিডিএস কর্মীদের পোশাক নিম্নমানের, তাই স্মারকলিপি

সানি প্রসাদ
 

মঙ্গলবার দুপুরে  বিভিন্ন দাবী দাওয়া নিয়ে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিল আইসিডিএস কর্মীরা। এদিন তাঁরা অতিরিক্ত জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দেন। মঙ্গলবার আই সি ডি এস কর্মীরা সমবেত হয়ে বেশকিছু দাবী তুলে ধরেন। দাবীগুলির মধ্যে অন্যত্ম হলো পোশাকের সমস্যা। তাঁদের সেন্টার চালানর জন্য যে শাড়ি দেওয়া হয়, সেই শাড়ি অত্যন্ত খারাপ মানের। একবার ধুলেই যার রঙ চলে যায়। কিন্তু ওই শাড়িতেই তাঁদের ৩-৪ বছর চালাতে হয়। এছাড়াও সেন্টার চালানোর জন্য যে ডিম এবং অন্যান্য শাকসবজী প্রয়োজন হয়, তার দাম বাড়ছে, কিন্তু সরকার বির্ধারিত মূল্য বাড়াচ্ছে না। ফলে সমস্যা বাড়ছে। একইসঙ্গে সেন্টারগুলির পরিকাঠামো ঠিক করার  দাবী জানানো হয় এদিন। এই প্রসঙ্গে অতিরিক্ত জেলাশাসক রজন নন্দা বলেন, বিষয়গুলি খতিয়ে দেখা হবে

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু