কুমুদ সাহিত্য মেলার পাশে পরিবহন মন্ত্রী

কুমুদ সাহিত্য মেলার পাশে দাঁড়ালেন রাজ্যের পরিবহন মন্ত্রী 


স্বপ্ন কোনদিন বাস্তবে এলে, তার বহিঃপ্রকাশ  করার ভাষা খুঁজে পাওয়া যায়না। তবুও মনের অন্দরে থাকা সেই খুশি বা আনন্দ জানাতেই হয়। 
গত দশ বছর ধরে মঙ্গলকোটের  কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর জন্মদিন উপলক্ষে কুমুদ  সাহিত্য মেলা করে আসছি।এতদিন  কোথাও কোন সরকারি সাহায্য পাইনি। তিনশোর বেশি কবি সাহিত্যিক আসেন, তাঁদের কাছে কোন ডেলিকেট ফি গ্রহণ করেনি এবং করবোও না। বিভিন্ন শুভাকাঙ্ক্ষী ব্যক্তিদের কাছে হাত পাতি।লজ্জা করিনা,অনেকেই সাধ্যমতো সহায়তা করেন। সাংবাদিকতা পেশার আয়ের সিংহভাগ খরচ হয় এই কুমুদ সাহিত্য মেলা ঘিরে। ঠিক এইরকম পরিস্থিতিতে রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের পাশে দাঁড়ালেন। রাজ্যের গুরত্বপূর্ণ মন্ত্রীর নজরে কুমুদ সাহিত্য মেলা! এটা উপলব্ধি করতে পেরেই আমরা আপ্লূত।  আগামী ৩ রা মার্চ  আসছেন পান্ডব গোয়েন্দা খাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, কবি মন্দাক্রান্তা সেন, বিদ্রোহী কবির নাতনি সোনালি কাজি, সাহিত্য সম্রাটের পঞ্চম বংশধর জয়দীপ চট্টোপাধ্যায়, সাহিত্যক আরণ্যক বসু প্রমুখ। ওইদিন 'মনন' এর  তরফে ১৫০ জন দুস্থদের বস্ত্রবিলি, 'সুসম্পর্ক' এর তরফে ১০০ জন দুস্থ পড়ুয়াদের শিক্ষাসামগ্রী, 'উদার আকাশ' এর তরফে ৩ সাংবাদিক কে সসংবর্ধনা , 'আরএনঘোষ  মেমোরিয়াল ট্রাস্ট' এর তরফে ২ জন দুস্থ কৃতিদের আর্থিক অনুদান সর্বপরি ২০ জন গুনীজনদের সংবর্ধনা জানানো হবে। ওইদিন সপরিবারে আসুন। দেখতে পাবেন বৈষ্ণব কবি লোচনদাসের সমাধিস্থল, সতীপীঠ খ্যাত মঙ্গলচণ্ডীর মন্দির , মহাদেবের নীললোহিত মন্দির, মুঘল সম্রাট  শাহজাহান বাদশার  শিক্ষা  ও  দীক্ষাগুরু  আব্দুল  হামিদ  বাঙ্গালীর  কবরস্থান, হোসেন শাহ বাদশার মসজিদ প্রমুখ দর্শনীয় স্থান। 


💐🙏 মোল্লা  জসিমউদ্দিন সম্পাদক  (কুমুদ সাহিত্য মেলা কমিটি)

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু