কথা রাখলেন শালবনীর জেলাপরিষদ কর্মাধ্যক্ষ


গত ৬ জানুয়ারী ২০২০ তারিখে শালবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ মহাশয় কর্ণগড় অঞ্চলের কড়েদানা গ্রামে এসেছিলেন দিদিকে বোলো কর্মসূচিতে ۔۔ পিছিয়েপড়া এই গ্রামের মানুষের প্রধান আবেদন ছিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া মূল ভগ্ন ক্ষতবিক্ষত রাস্তাটি যেন পাকা করে দেওয়া হয় ، কথা দিয়ে গিয়েছিলেন নেপাল সিংহ মহাশয় কিন্তু এতো দ্রুত যে ব্যবস্থা গ্রহণ হবে তা ভাবতে পারেননি গ্রামের মানুষেরাও ، নেপাল সিংহ মহাশয়ের উদ্যোগে জেলাপরিষদে পাঠানো প্রকল্প ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে ، শুরু হয়েছে পঞ্চায়েত সমিতি থেকে টেন্ডার প্রক্রিয়া ۔ আসা করা যায় আগামী এক মাসের মধ্যেই কড়েদানা গ্রামের এই মূল রাস্তাটি পাকা রাস্তায় রূপান্তরিত হবে 
একই ভাবে বিষ্ণুপুর অঞ্চলের জরকা শীতলপুর গ্রামে মিছিল করতে গিয়েছিলেন নেপাল সিংহ সেখানে মানুষের দাবিও ছিল গ্রামের মধ্যে দিয়ে যাওয়া বাহাদুর হেমব্রমের বাড়ি থেকে স্কুল পর্যন্ত ৫০০ মিটার রাস্তাটি পাকা করতে হবে، সেই দাবিও পুরন করলেন ব্লক তৃণমূল কংগ্রেসের  সভাপতি নেপাল সিংহ জেলাপরিষদের আর্থিক অনুমোদনক্রমে পঞ্চায়েত সমিতি রাস্তাটি কংক্রিট করার  টেন্ডার পক্রিয়া শুরু করেছে

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু