শালবনীতে দিদি কে বলো কর্মসূচি তে ব্যাপক সাড়া

কথা ছিলো পাঁচজন, গেলেন প্রত্যেক বাড়ি, মানুষের মাঝে নেপাল সিংহের নেতৃত্বে টীম শালবনী সাথে নিয়ে "দিদিকে বলো।"

১৭ ই অক্টোবর, শালবনী ঃ কলকাতায় তৃনমুল ভবনে মিটিং এর পরে "দিদিকে বলো" কর্মসূচীর তৃতীয় পর্যায়ের দায়িত্ব দেওয়া হয় শালবনী ব্লক তৃনমুল কংগ্রেসের জন্মলগ্ন থেকে সভাপতি ও মাননীয়া মুখ্যমন্ত্রীর আর্শীবাদ ধন্য নেপাল সিংহ কে। আনুষ্ঠানিক ভাবে প্রেস কনফারেন্স করেই তিনি মাঠে নেমে পড়েন টীম শালবনীকে নিয়ে। পশ্চিম মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিংহ কে, শালবনীর বাজারের পাঁচজনের কাছে যেতে বলার কথা থাকলেও, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ী, প্রবীন কর্মাধ্যক্ষ কাসেম খাঁ ও মহিলা কর্মাধ্যক্ষ বুল্টি সিং,নিবেদিতা ব্যানার্জী, অঞ্চল সভাপতি অসিত ঘোষ, বিশিষ্ট নেতৃত্ব শক্তি রানী পাল, কাজল মন্ডল ও বাকী সকলকে কে নিয়ে পৌঁছে যান বাড়ী বাড়ী। এলাকাবাসীরা তাদের মান অভিমান উগরে দেন নেপাল বাবুর সামনে। নেপাল বাবু সকলকেই দিদিকে বলোর ফোন নং ও নিজের নং দেন এবং ক্ষমা চেয়ে নেন পুরোনো কিছু ভুল হয়ে থাকলে। তিনি নিয়মিত পাশে থাকার কথা বলেন ও এলাকাবাসীকে মমতা ব্যানার্জীর উন্নয়নে সামিল হবার আহ্বান জানান

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু