মুঘল সম্রাটের শিক্ষাগুরু হামিদ বাঙালির মঙ্গলকোটে এবারও 'জেলা গ্রন্থাগার মেলা ' কি হবে না?

মোল্লা জসিমউদ্দিন,

বৈষ্ণব কবি লোচনদাস,   মুঘল সম্রাট শাহজাহান বাদশার শিক্ষা গুরু হামিদ বাঙালি, পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক,  কিংবা বিদ্রোহী কবি কাঁজি নজরুল ইসলাম কে চিনেন না এমন কোন বাঙালি বিশ্বে নেই বললেই চলে। এঁদের প্রত্যেকেরই স্মৃতি রয়েছে মঙ্গলকোটে। এহেন মঙ্গলকোটে স্থানীয় বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তাঁর মন্ত্রিত্বে থাকা গ্রন্থাগার দপ্তরের পরিচালনায় জেলা গ্রন্থাগার মেলা করতে চাইছেন। গতবছর চেয়েছিলেন, তা হয়নি। হয়েছিল মন্তেশ্বরে। এবছরও মনেপ্রাণে চাইছেন মঙ্গলকোটে হোক। এবারেও সেই পথে কাঁটা হচ্ছেন অনেকেই। বাম আমলের টপ ঠিকেদারের বোলোরা গাড়ীতে চাপা এক 'জননেতা' এই কর্মকান্ডের মূল হোতা বলে স্থানীয় সুত্রে প্রকাশ।  লোচনদাস - হামিদ বাঙালি - কুমুদরঞ্জন মল্লিক - কাঁজি নজরুল ইসলামের লালনভূমি মঙ্গলকোটে জেলা গ্রন্থাগার মেলা না হওয়াটা খুবই বেদনাদায়ক বলে সাহিত্যিক  মহলে প্রকাশ।        

( বিস্তারিত আসছে)                               

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু