গৃহবন্দি নববর্ষ - স্বপ্না ব্যানার্জি

গৃহবন্দি নববর্ষ 
       স্বপ্না ব্যানার্জি
 


সকালের নির্মল বাতাস
হৃদপিন্ডের ভিতর জন্ম দেয় এক প্রচণ্ড শক্তি, 
সেই শক্তির উৎস কোথায়??
সূর্য ডোবা রক্তিম আকাশের ভাল লাগাকে নিয়ে চলে গেছে চৈত্রীর বিকেল,
ফুল ফোটা বসন্তের সোনা ঝরা সকlলকে 
সাথে নিয়ে হাজির বৈশাখী নববর্ষ,
সকলের হৃদয়ের আলিম দে দোলা দেয় 
শিরশিরে হlওয়া আর আনন্দের শিহরণ,
সারা পৃথিবী যেন কষ্টকর স্মৃতির পাহাড়, 
সুপ্রাচীর ঘেঁষা বটবৃক্ষ হয়ে হিমালয়ের 
মত আশাতিত প্রত্যাশার জন্য পুরনো 
পৃথিবীর দিকে তাকিয়ে বসে আছে! 
কবে ফিরে আসবে জীবাণু মুক্ত পৃথিবী,
জীবনে কোন দিন ও যা হয়নি
আজ তা করতে হচ্ছে বাঁচার তাগিদে,
থাকতে হচ্ছে গৃহবন্দি, শুধু তুমি বা আমি নই 
ভগবানের দরজা ও য়াজ বন্ধ,
কিছুই থেমে থাকে না,
ভেবেছিলাম প্রতি বছরের মতো এ বছরেও 
আসবে নববর্ষ মমতাময়ী নারীর মত প্রদীপ হাতে,
উৎসবের মহানন্দে ভরে উঠবে বৈশাখের গান,
আজ হঠাৎ কালো মেঘের ছায়া 
সকলের মনকে দুমড়ে মুচড়ে শেষ করে দিতে চাই,
অন্ধকারে ঢেকে দিতে চাই পৃথিবীর আলো, 
তোমার জন্যই করব মোরা আনন্দের আয়োজন
আবার আসবে ফিরে মোদের ব্যস্ততার জীবন,
তখন থাকবে না তুমি গৃহবন্দি,
আনন্দে মাতো সবাই, 
সচেতন জাগ্রত সত্ত্বা নিয়ে করব তোমার বর্ষবরণ !

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু