লকডাউনের পাঁচালি - সুস্মিতা বন্দ্যোপাধ্যায়

লকডাউনের পাঁচালি 
         সুস্মিতা বন্দ্যোপাধ্যায়  
দীর্ঘদিনের লকডাউনের
         করবো কিছু বর্ণনা,
হঠাৎ করে চিন থেকে ভেসে এল
   মারণ ভাইরাস করোনা।
শুরু হলো বাঁচার লড়াই 
  পণ্য মজুত করতে তাই,
হাটে বাজারে ভিড়ে ঠাসা 
মারণ ভাইরাসে ভয় কোথায়?
ডাক্তার বোঝায়,পুলিশ বোঝায়
তবু শোনেনা কোনো কথা,
মানুষ বলে বড়াই করে 
 পশুর থেকে কম কোথায়?
ভাল লাগেনা বাড়িতে বসে 
  সময় কাটানো বড় কঠিন,
ছেলেমেয়েদের আটকে রাখার 
অভিজ্ঞতাটাও মূল্যহীন।
কঠিন হলেও বাস্তবটা 
মানতে হবে সকলকে
হারবনা ভাই, জিতব মোরা 
লড়তে হবে একসাথে।
জীবন হাতে লড়ছে যারা 
ভয় করেনা মরণকে,
রাখব মনে চিরদিন 
প্রণাম জানাই তাদেরকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু