গলসির ভুড়ি গ্রামে মহতি উদ্যোগ

সেখ নিজাম আলম
  
ভুড়ি গ্রামবাসীরা দূঃস্থদের পাশে- এই লক ডাউনে গলসি থানার ভুড়ি গ্রামের বহু মানুষ বিশেষ করে দিন আনা দিন খাওয়া মানুষদের আর বোধ হয় চলে না। এমনই ইঙ্গিত পেয়ে গ্রামের মানুষরা একত্রিত হয়ে সভা করেন। বিষয় থাকে দূঃস্থদের পাশে কিভাবে দাঁড়ানো যাবে? ঠিক হয় সকলে মিলে আর্থিক সহযোগিতা করে চাল,ডাল,ময়দা,তেল ও অন্যান্য খাদ্যসামগ্রী কেনা হবে। যথারিতি বিভিন্ন খাদ্যসামগ্রী কিনে পাড়ায় পাড়ায় লিষ্ট তৈরি করা হয়। সেই লিষ্ট অনুযায়ী  ২৫০ থেকে ৩০০ জনকে শনাক্ত করে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়।এই দুর্দিনে খাদ্য সামগ্রী পাওয়ায় গরীব মানুষরা আনন্দে চোখের জল ফেলে। তাদের বক্তব্য বাইরে গেলে পুলিশ লাঠি চার্জ করে ঘরে ঢুকিয়ে দেয়। আর বাড়ীতে বসে কান্না ছাড়া কিছুই সম্বল নেই। এই পরিপ্রেক্ষিতে খাবার পেয়ে ভুড়ি গ্রামবাসীদেরকে শুধু আশীর্বাদ নয়,এমনকি ঈশ্বরের কাছে তারা প্রার্থনা করেন, আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য ঈশ্বরও যেন তাদের মঙ্গল করেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু