মঙ্গলকোটের ধারসোনা মাদ্রাসার রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিলি

আমিরুল ইসলাম
  

   মঙ্গলকোটের ধারসোনা মাদ্রাসার উদ্যোগে রমজান উপলক্ষে দুশো টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী । পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের ধারসোনা নিজামিয়া ইসলামিয়া দারুল উলূম এর উদ্যোগে ও কলকাতার বিশিষ্ট সমাজসেবী হাজী মইনুদ্দিন মোল্লার সহযোগিতায় প্রায় দুশো  টি পরিবারের হাতে তুলে দেওয়া হলো রমজানের খাদ্য সামগ্রী।এই সময়ে করোনা ভাইরাসের  জেরে গোটা দেশ আতঙ্কিত। কাজ হারিয়েছেন বহু মানুষজন।সেই সমস্ত মানুষদের কথা চিন্তা করে আজ ধারসোনা মাদ্রাসার পক্ষ থেকে দুশো  টি পরিবারের হাতে দেওয়া হলো খেজুর, ছোলা, চিনি, চিড়ে- বিস্কুট । আজ প্রথম দফা বিলি হলো খাদ্য সামগ্রী ।  আগামীতে আরও সাহায্য করা হবে বলে জানিয়েছেন মাদ্রাসার সম্পাদক এইচ.এম নাসির উদ্দিন চৌধুরী।ধারসোনা মাদ্রাসার উদ্যোগে খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। ধারসোনা মাদ্রাসার সম্পাদক  নাসির উদ্দিন চৌধুরী  জানান - "এই সময় মানুষ কাজ হারিয়েছে ।তাই তাদের কথা চিন্তা করে আমরা সামান্য কিছু খাদ্য সামগ্রী তুলে দিলাম। আজ রমজানের তৃতীয় দিন। রমজান মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের খরচা বেশি হয় সেই কথাই চিন্তা করে কিছু রমজানের সামগ্রী তুলে দিলাম আজ ।আগামীতে এ ধরনের কার্যকলাপ চলবে মাদ্রাসার পক্ষ থেকে"।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু