সারেঙ্গায় ধানের লরি থামিয়ে খাবার আদায় গজরাজের

সাধন মন্ডল
 

লকডাউন উপেক্ষা করে সারেঙ্গা গোয়ালতোড় রাস্তায় কাঁড় ভাঙ্গা গ্রামের কাছে সাতসকালেই রাস্তার উপর দাঁড়িয়ে লরি আটকে লরি থেকে বস্তা বস্তা ধান খেয়ে সাবাড় করলো গজরাজ। এ দৃশ্য দেখতে এলাকার শয়ে শয়ে মানুষ হাজির হয়েছিল কাঁড় ভাঙ্গা গ্রামের কাছে সারেঙ্গা গোয়ালতোড় রাস্তার উপর। জানা যায় আজ সকালে ধান ভর্তি একটি লরি সারেঙ্গা দিক থেকে গোয়ালতোড় এর দিকে যাচ্ছিল হঠাৎ রাস্তার উপর গজরাজ কে দেখে লরি চালক লরি থামিয়ে দেয় ভয়ে আতঙ্কে দিশেহারা অবস্থা চালকের গাড়ি থামতেই গজরাজ সুঁড় দিয়ে উপলব্ধি করে নেয় গাড়িতে ধান আছে তারপরেই শুঁড় দিয়ে ধান বস্তা বের করে ফেলে রাস্তার উপর এবং  উদরপূর্তি  করেআস্তে আস্তে জঙ্গলের দিকে চলে যায়। ততক্ষণে প্রায় 1000 মানুষ হাজির হয়েছে এ দৃশ্য দেখতে এবং গজরাজ কে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত হয়ে পড়েছে যুবসমাজ। খবর পেয়ে সারেঙ্গা থানা পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু নির্বিকার গজরাজ। তার কাজ শেষ করে আস্তে আস্তে জঙ্গলের পথে পা বাড়াতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রশাসন ও বন বিভাগ। উল্লেখ্য একটি হাতি দীর্ঘদিন ধরেই সারেঙ্গা ও মেদিনীপুর লাগোয়া লালগড়ের জঙ্গলে রয়েছে সেটি মাঝে মাঝে খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে পড়ে। আজও তার ব্যতিক্রম হয়নি থোড়াই কেয়ার লকডাউন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু