অসহায়দের পাশে নাচিন্দা ব্যবসায়ীক সমিতি


জুলফিকার আলি

   মারিশদাঃ  শুধু পুজো পরিচালনা নয়, এই করোনা আবহে এবং লকডাউনের সময় সঙ্কটজনক পরিস্থিতিতে দরিদ্র, অসহায় গ্রামবাসীর পাশে দাঁড়াল পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার নাচিন্দা ব্যবসায়ী সমিতি। এই ব্যবসায়ী সমিতির  অন্তর্গত বিভিন্ন সচ্ছল সহৃদয় মানুষের আর্থিক অনুকূল্যে গ্রামের প্রায় ২৫০টি পরিবারের হাতে চাল, ডাল, আটা, সোয়াবিন, তেল, সাবান, বিস্কুট- সহ অন্যান্য রেশন সামগ্রী প্যাকেট করে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।এ দিন নাচিন্দা বাজারে খাদ্য সামগ্রী দেওয়া হয়। কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ বলেন, "সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে।আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা চলবে।"  তবে লকডাউনের জেরে উপার্জন হারানো মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য গ্রামবাসী এঁদের কর্মযজ্ঞের প্রশংসা করেন। উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য নন্দদুলাল মাইতি ও মারিশদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত দেব- সহ বিশিষ্টজনেরা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু