হকারদের সাথে গুসকারা বিষাণ এথলেটিক্স ক্লাব

জ্যোতিপ্রকাশ মুখার্জি
  
        লকডাউনের ফলে ট্রেন, বাস বন্ধ। ফলে ট্রেনে বা বাসস্ট্যাণ্ডে যারা হকারি করে সংসার প্রতিপালন করতো তারা পড়েছে চরম সমস্যায়। একই সমস্যা 
নিম্ন-মধ্যবিত্ত পরিবারের। এবার এলাকার সেইসব  দুস্থদের পাশে দাঁড়াল পূর্ব বর্ধমানের গুসকরা বিষাণ অ্যাথ্লেটিক ক্লাব। ক্লাবের পক্ষ থেকে  শুভ অক্ষয় তৃতীয়ার দিনে (২৬/৪) গুসকরার রেলওয়ে ও বাস স্ট্যান্ডের হকার এবং  বিভিন্ন ওয়ার্ডের  নিম্ন মধ্যবিত্ত প্রায় ২৫০ টি পরিবারের হাতে চাল, ডাল, নুন, তেল, আলু, মুড়ি, সয়াবিন, মাস্ক ও সাবান  তুলে দেওয়া হয়। ক্লাবের সদস্যরা একটি পরিবেশ বান্ধব ব্যাগে করে সংশ্লিষ্ট দ্রব্যসামগ্রী নির্দিষ্ট পরিবারের হাতে তুলে দেয়।
       ক্লাবের সম্পাদক সৌগত গুপ্ত বললেন - বিপদের সময় অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা খুব খুশি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু