নবদ্বীপে অভুক্তদের খাওয়াচ্ছে শতদল স্বনির্ভর গ্রুপ

শ্যামল রায় 
  
শতদল স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে নবদ্বীপ জিআরপি অফিসে খাদ্য সামগ্রী বিতরণ।

করোণি ভাইরাসের হাত থেকে রেহাই পেতে দ্বিতীয় দফায় চলছে সারা দেশজুড়ে লকডাউন। লকডাউন এর ফলে বহু দিন মজুর কাজ করতে না পেরে চরম অভাবের মধ্যে পড়েছেন। নুন আনতে পানতা পুরানোর অবস্থায় দিনযাপন করছেন গরিব মানুষ। নবদ্বীপ থানার শতদল স্বনির্ভর গোষ্ঠীর কর্মকর্তারা সোমবার নবদ্বীপ জিআরপি অফিসে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দেন। বাংলা রাইটার্স ফোরাম এর ব্যবস্থাপনায় শতদল স্বনির্ভর গোষ্ঠী সম্পাদক অমূল্য চক্রবর্তী জানিয়েছেন যে আমরা নিয়মিতভাবে নবদ্বীপ থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরিবের মধ্যে চাল ডাল আলু তেল সোয়াবিন এবং বিতরণ করছি। সোমবার খাদ্য সামগ্রী তুলে দেন নবদ্বীপ জিআরপি পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ ও সম্পাদক অমূল্য চক্রবর্তী সভাপতি হরে কৃষ্ণ দেবনাথ সাংবাদিক শ্যামল রায়।
পুলিশ আধিকারিক প্রদ্যুৎ ঘোষ জানিয়েছেন যে পুলিশের শুধু কাজ চোর আসামি ধরা নয় সামাজিক দায়বদ্ধতা থেকে লকডাউন চলাকালীন বহু গরিব মানুষ আছেন যারা দিন আনে দিন খায় তারা চরম আর্থিক অনটনের মধ্যে পড়েছেন সেই সমস্ত মানুষের পাশে শতদল স্বনির্ভর গোষ্ঠীর কর্মকর্তারা খাদ্য সামগ্রী তুলে দেন এটা প্রশংসার দাবি রাখে। সেই সাথে আমরাও সামাজিক দায়বদ্ধতায় শতদল স্বনির্ভর গোষ্ঠীর পাশে সহযোগিতার জন্য পাশে আছি সাথে আছি এটাও আমাদের দায়িত্ব কর্তব্য।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু