জেলার প্রথম - ঘরে বসেই রক্তদান

সেখ রতন
 
লকডাউনের জেরে রক্তের আকাল চারিদিকে,চিকিৎসা করাতে এসে রক্তের ওভাবে পরতে হচ্ছে রুগি সহ রুগির আত্মীয় স্বজনদের। এইরকম পরিস্থিতিতে অভিনব পদ্ধতি গ্ৰহন করল পূর্ব বর্ধমানের মেমারি পাল্লারোড পল্লিমঙ্গল সমেতি ।পাল্লারোড পল্লিমঙ্গল  সমেতি ,ঘরে থেকেই রক্তদান করুন এইরকম অভিনব উদ‍্যোগ নিল জেলার মধ‍্যে প্রথম এই স্বেচ্ছাসেবি সংস্থা ।লকডাউনে রক্তের আকাল চারদিকে করোনার কারনে ক‍্যাম্প না হওয়া বা রক্তদান করা এখন অনেকটাই সিমিত হয়ে  গিয়েছে ।এবার ঘরে  থেকে অভিনব উদ‍্যোগ গ্ৰহন করলো পূর্ব বর্ধমানের মেমারির পাল্লারোড পল্লিমঙ্গল সমেতি ।মোট ৪২টি বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্ৰহ করে এনেছে এই স্বেচ্ছেসেবি সংস্থা ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু