তুলিহীন কবি - ইন্দ্রাণী চক্রবর্তী

তুলিহীন কবি 
       ইন্দ্রাণী চক্রবর্তী
  

ওদের রঙ নেই,তুলি নেই 
নেই কোনো ক্যানভাস 
তবু ওরা এঁকে চলে নিরন্তর 
শব্দ দিয়ে ওরা আঁকে ।
সুখ আঁকে দুঃখ আঁকে 
আঁকে তাদের কল্পনা 
কলমের ধারালো আঁচড়ে 
 তুলে ধরতে পারে নীরব যন্ত্রণা ।
ওরা যে নীরব কবি,নেই কোনো তুলি 
প্রকৃতির রূপকে কত রঙিন করে তোলে
নীল,সবুজ রঙ ছাড়া 
ঝরনা কে ওরা বয়ে নিয়ে যায় 
শব্দের ছন্দ দ্বারা ।
ওরা যে কবি নেই কোনো তুলি ।
শিশুর হাসি,আর্তের বেদনা 
কোনো প্রকাশেই এদের তুলি লাগে না,
মনের ভাবে এরা খাতার পাতায় নিদারুণ 
চিত্র আঁকে।
আঘাতে আঘাতে জর্জরিত হয়ে বারবার
ওরা বেদনা আঁকে,অনুভূতি  আঁকে
ওরা যে কবি নেই কোনো তুলি ।
ডায়েরির প্রতি ভাঁজে ওরা প্রেম আঁকে
কল্পনায় এঁকে চলে ক্ষোভের ছবি 
তবু ওরা তুলি ক্যানভাসহীন কবি ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু