দি লেডি উইথ দি ল্যাম্প - ডাঃ কৌশিক ঘোষ

দি লেডি উইথ দি ল্যাম্প
     ডাঃ কৌশিক ঘোষ  

ধবধবে সাদা চুল নিয়ে
এক অষ্টআশি বছরের বৃদ্ধা
আইসোলেশন ওয়ার্ডে লোডশেডিং এর রাতে একটি মোমবাতি প্রজ্বলন করে কি খুঁজে বেড়াচ্ছে?
হাতদুটি কাঁপছে।
কি খুঁজছে বুড়িটা?
হারিয়ে যাওয়া শাঁখা? সিঁদুর?
    হিরে,মণি, মুক্তোর দুল?
কোনো মানুষ যে ওর খুব প্রিয়
করোনা তে আক্রান্ত হয়ে ওকে ছেড়ে গিয়েছে
                বা তার লেখা কোনো কবিতার পান্ডুলিপি?
যা ওর আঠারো বছরে লেখা
       প্রেমিকের উদ্দেশ্যে চিঠির মতন?
জনা নেই।
এই মুহূর্তে ওকে বেশ পবিত্র লাগছে।
একটা একটা রোগীর বেড দেখতে দেখতে চলেছে খুব তীক্ষ্ম দৃষ্টিতে।
মাঝে মাঝে এক একটা দেহ কফিনে ঢেকে দেওয়া হচ্ছে।
কফিন সরিয়ে আলোর শিখা নাকের কাছে নিয়ে লক্ষ করছে আলোটা নিঃশ্বাসে কাঁপছে কিনা?
ওর মুখ চোখে ঠিকরে পড়ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর এক আশ্চর্য জ্যোতি।
ওর এই ব্যাকুল অন্বেষণের উদ্দেশ্য খুঁজে বের করতেই হবে____
            না হলে ব্যর্থ হবে এ কবিতা,
           কবি তুমি পারলে না তো,
    তবে একটা ফুঁ দিয়ে নিভিয়ে দাও মোমবাতি।
           বুড়িটা মিশে যাক অন্ধকারে__
আইসোলেশন ওয়ার্ডে নিভে যাওয়া মোমবাতির সাদা ধোঁয়া কুন্ডলী পাকিয়ে ঘুরপাক খাক__
          আর তুমি তো অন্তত কবিতা লেখা বন্ধ করে দাও। লকডাউনে থাক সব কবিতাই
ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর মধ্যে_______

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু