পূর্ব বর্ধমানে বিদ্যুৎ দপ্তর জীবাণু মুক্ত হলো তবে অন্যভাবে

সেখ রতন
 

মারন ভাইরাস করোনা সংক্রমণ ঠেকাতে লকডাউন জারি করা হয়েছে দেশজুড়ে। এই ভাইরাসের জীবাণু ছড়িয়ে পড়ছে চারিদিকে। যার জন্য সংক্রামিত হচ্ছেন অনেক মানুষ ।মঙ্গলবার বর্ধমান সদর বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন সাব স্টেশনে সংক্রমণ মুক্ত করার কাজ হল। এদিন বর্ধমান সাউথ ডিভিশনের কাটোয়া রোড ৩৩কে বি বাই  ১১ কে বি সাব স্টেশনে সংক্রমণ মুক্ত  করা হল। এদিন বিদ্যুৎ দপ্তর যন্ত্রাংশে মিনি ফগার মেশিন দিয়ে হাইড্রো পার অক্সাইড স্প্রে করা হয় ।অত্যন্ত নতুন পদ্ধতিতে এই হাইড্রো পার অক্সাইড দিয়ে স্প্রে করা হল বর্ধমানের মধ‍্যে এই ধরনের স‍্যানিটাইজার ব‍্যাবহার না করে এইধরনের প্রথম অদ্রিকা টোয়েন্টিফোর ইনটু 7 স্প্রে করা হল ।একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে এদিন এই স্প্রে করা হল ।সংস্থার কর্ণধার কুন্তল ঘোষ বলেন এই ধরনের স্প্রে  বর্তমানে এই প্রথম  ব্যবহার করা  হল । তিনি আরো বলেন  এই অফিসে  বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম থাকায়  এখানে  কোনরকম  তরল জলীয় পদার্থ  স্প্রে করা যাবে না । সেই কারণেই  এখানে  মিনি ফগার মেশিন দিয়ে  হাইড্রো পার অক্সাইড  গ্যাস  স্প্রে করা হয় । তিনি আরো বলেন  এই জাতীয় পদার্থ দিয়ে সংক্রামন মুক্তির কাজ করা হয় আমেরিকায় সহ বিভিন্ন দেশে ।  এর পর বলেন এই গ্যাস  দ্বারা শুধুমাত্র করোনা ভাইরাস নয়  বিভিন্ন রকম ব্যাকটেরিয়া ও ইস্ট এর জীবাণু ধ্বংস হবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু