মঙ্গলকোটে পথ দুর্ঘটনায় মারা গেলেন তরুণ মৎসব্যবসায়ী

মহম্মদ নাসারুতুল্লা ( চন্দন) 
 
কসেমনগর স্টেট ব্যাংক শাখার নিকটেই থাকেন দেবগ্রাম প্রাথমিক বিদ্যালয় এর সহ শিক্ষক মহম্মদ নাসরতুল্লা । বৃহস্পতিবার 30শে এপ্রিল  2020 ষষ্ঠ রমজানের সেহরী খেয়ে ফজরের নামাজ পড়ে ভোর চারটে নাগাদ তিনি বাড়ীর বাইরে এক হৃদয় বিদারক চিৎকার শুনে ছুটে  বেরিয়ে আসেন। দেখেন  একজন ব্যক্তি পাগলের মতো চিৎকার করতে করতে ছুটছে।  সে জানালো অজানা একটি  গাড়ির ধাক্কায় একজন রাস্তার ধারে  ছিটকে পড়ে গেছে। শিক্ষক মহাশয় ছুটে গিয়ে দেখেন ব্যক্তিটি তাঁর পরিচিত গতিষ্ঠা গ্রামের চৌধুরী লাল মিঞার জ্যেষ্ঠ পুত্র চৌধূরী নসরৎ ইসলাম, বয়স 30 বছর, পেশায় মৎস্য চাষী। শিক্ষক মহাশয় সঙ্গে সঙ্গে দুর্ঘটনা গ্রস্ত ব্যক্তির বাড়িতে ফোন করে খবর দেন। পথ চলতি দুএকজন মানুষও দাঁড়িয়ে পড়েন । একটি মারুতি দাঁড় করিয়ে আহতকে গাড়িতে তোলার সময় তাঁর বাড়ির লোকেরা এসে হাজির হন এবং তাকে মঙ্গলকোট বি পি এইচ সি তে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ও ময়না তদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলকোট থানায় একটি লিখিত এফ আই আর দায়ের করা হয়। মৃত যুবকের স্ত্রী ও 4 বছরের একটি সন্তান রয়েছে। এমতাবস্থায় পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি চলে যাওয়ার ফলে পরিবারটি দিশা হারা।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু