মায়াপুর বিকাশ সংঘের কমিউনিটি কিচেনে আহারের আয়োজন অভুক্তদের জন্য

শ্যামল রায়
  
মায়াপুর এলাকায় শ্রী মায়াপুর বিকাশ সংঘের উদ্যোগে কমিউনিটি কিচেন চালু হলো

ইসকন পরিচালিত শ্রী মায়াপুর বিকাশ সংঘের উদ্যোগে  গরীবদের মধ্যে খাবার তুলে দেওয়ার জন্য কমিউনিটি কিচেন চালু হলো। সোমবার মায়াপুর বামুনপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হালদারপাড়া গ্রামে কমিউনিটি কিচেনে দেড় শতাধিক মানুষ ডাল সবজি ভাত প্রাণভরে খাওয়ানো হয়েছে বিকাশ সংঘের  তরফ থেকে। শ্রী মায়াপুর বিকাশ সংঘের ডাইরেক্টর কাশীনাথ দে জানিয়েছেন যে আমরা মায়াপুর এলাকা ছাড়াও বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চালু করব। অর্থাৎ করোনা ভাইরাসের মারণ থাবা থেকে বাঁচতে চলছে দ্বিতীয় দফায় লকডাউন। লকডাউন এর ফলে যারা দিন আনে দিন খায় তাদের আর্থিক অবস্থা খুব খারাপ চরম অভাব এর মধ্যে পড়েছেন। সেই সমস্ত মানুষের জন্য আমরা কমিউনিটি কিচেন চালু করলাম। কোন অসহায় গরীব মানুষ যাতে অনাহারে  থেকে অসুস্থ হয়ে না পড়েন তারা যাতে দুমুঠো ডাল ভাত খেতে পারেন তাদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। সত্যিকারে যারা অভাবী মানুষ যারা দিনশেষে খেতে পারছেন না তাদের জন্য আমাদের এই উদ্যোগ এবং প্রচেষ্টা। কাশীনাথ দে আরো জানিয়েছেন যে ইতিমধ্যে আমাদের যে সকল সুপারভাইজার আছেন তাদেরকে বলেছি সেই সেই এলাকায় কমিউনিটি কিচেন চালু করার কথা। কমিউনিটি কিচেন চালু করার ফলে যা অর্থ খরচ হবে আমাদের শ্রী মায়াপুর বিকাশ সংঘের তরফ থেকে আমরা আর্থিক অনুদান দিয়ে গরিব মানুষের পাশে থাকবো। এই উদ্যোগ লকডাউন চলাকালীন অব্যাহত থাকবে বলে তিনি জানিয়ে দিয়েছেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু