মঙ্গলকোট পুলিশের মানবিক উদ্যোগ - শিশুদের গরুর দুধ বিলি

মোল্লা জসিমউদ্দিন, 
  
শতাধিক ভবঘুরেদের নিয়মিত ডিমভাত খাওয়ানোর আয়োজন করার পর ফের মানবিক উদ্যোগ নিতে দেখা গেল মঙ্গলকোট থানার পুলিশ কে। শনিবার সকালে সদর মঙ্গলকোট এলাকার পঞ্চাশের বেশি শিশু - নাবালক পরিবারদের গড়ে এক লিটার করে গরুর দুধ দেওয়া হল। লকডাউনে কর্মহীন হওয়া এইরুপ প্রান্তিক পরিবার গুলির কাছে বাচ্ছাদের জন্য এক লিটার করে গরুর দুধ পাওয়া 'হাতের  কাছে চাঁদ পাওয়ার' সমান বিষয়। এদিন মঙ্গলকোট থানার পুলিশ অফিসাররা করোনা ভাইরাস সংক্রমণের বিধিনিষেধ বজায় রেখে দুস্থ শিশুদের পরিবারের হাতে গরুর দুধ তুলে দেন।মঙ্গলকোট ওসি মিথুন ঘোষ জানিয়েছেন -" এদিন মাঝিপাড়া, বক্সিনগর, মঙ্গলকোট, পদিমপুর, বড়াগড়, মজলিদিঘির পাড় প্রভৃতি এলাকা থেকে পরিবার গুলি এসে দুধ সংগ্রহ করতে"।  জানা গেছে, এইরুপ দুুুধ  বিলি কর্মসূচি প্রায় নেওয়া হবে। অপরদিকে মঙ্গলকোটের নুতনহাটে কৃষাণমান্ডিতে এক স্থানীয় জনপ্রতিনিধি ত্রিশ চল্লিশজনের দলবল নিয়ে নিয়মিত  বাজার করতে যাচ্ছেন, তাতে করোনা ভাইরাস সংক্রমণের শঙ্কায় বিধিনিষেধ  নিয়ে বিস্তর প্রশ্নচিহ্ন দেখা গেছে  ।                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু