পি.সি.চন্দ্র গার্ডেনে বসন্ত উৎসবে বিধান শিশু উদ্যানের শিল্পীরা

গোপাল দেবনাথ
  

বসন্ত উৎসব
      গতকাল বিকেল থেকে পি সি চন্দ্র গার্ডেন আয়োজিত হয়েছিল বসন্ত উৎসব। ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে........গান গাইতে গাইতে ছোটো থেকে বড় কয়েক শত শিল্পী সমগ্র মাঠটি নৃত্যের মাধ্যমে বসন্তের রং ছড়িয়ে দিল। সে এক অসাধারন দৃশ্য। বহু বিদেশী পর্যটকদের পাশাপাশি ছিলেন কয়েক হাজার মানুষ। সামগ্রিক পরিচালনায় ছিল 'দোহার'। তাদের অনবধ‍্য সংগিত পুরো অনুষ্ঠানকে অন‍্য মাত্রায় পৌঁছে দিয়েছিল। বিধান শিশু উদ‍্যানের খুদে শিল্পীদের পাশাপাশি বড়দের অংশগ্রহণ ছিল চোখে পরার মতো। অন‍্যান‍্য আরো কয়েকটি সংগঠন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। নাচে গানে উপস্থিত প্রায় সকলেই অংশগ্রহণ করেছিলেন। বিদেশি অতিথিবৃন্দ দোহারের গানের ছন্দে স্থির থাকতে পারেন নি। আসলে রঙ্গের উৎসব পৃথিবীর সর্বত্রই আছে বিভিন্ন চেহারায়। সবশেষে হোলো আবির খেলা। আবিরের রং আষ্টেপৃষ্ঠে মেখে সবাই বাড়ি এলাম। এই মিলনের রং সম্প্রতির রং যেন আমরা সারা বছর ধরে রাখতে পারি। এই আশা নিয়েই সবাই বাড়ি ফিরলাম..... আসছে বছর  আবার হবে*

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু