মঙ্গলকোটের চাণক গ্রামে হিন্দু সংহতি মঞ্চের খাদ্য সামগ্রী বিলি

জ্যোতিপ্রকাশ মুখার্জি, 
   
       ব্যক্তিগত উদ্যোগে নিজের গ্রামের দুস্থদের সাহায্য করতে এগিয়ে এল পশ্চিম মঙ্গলকোটের চাণক গ্রামের হিন্দু সংহতির কর্মীরা। জানা যাচ্ছে নিজেরাই চাঁদা দিয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ কেনে। তারপর সেগুলি চাণকের তিনটি বুথের দুস্থদের দেওয়ার সিদ্ধান্ত নেয় সুবোধ, সুব্রত, বোধন, লক্ষীরাম সহ জনা ১৫-২০ হিন্দু সংহতির কর্মী। এই সাহায্য পেয়ে এলাকার দুস্থ মানুষরা খুব খুশি।
      স্হানীয় হিন্দু সংহতির কর্মী সুবোধ মণ্ডল বললেন - আমাদের গ্রামে বেশ কিছু দুস্থ মানুষ বিশেষ করে বয়স্ক মহিলা আছেন। এই অস্বাভাবিক পরিস্থিতিতে তারা যাতে দুবেলা দুমুঠো খেতে পান তারজন্য  নিজেদের মধ্যে চাঁদা তুলে আমরা তাদের সাহায্য করার চেষ্টা করছি। আশাকরি দলমত নির্বিশেষে সমস্ত মানুষ আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

স্বরুপনগরের ২৬ কিমি সড়কপথ সংস্কার হল

পাথরচাপরির দাতাবাবার টানে....

কোতলপুরে নেতাজির জন্মদিনে আসছেন ব্রাত্য বসু